
সমাচার ওয়েব ডেস্ক ঃ নির্ভয়া কাণ্ডে দোষীদের আজ ভোর সাড়ে পাঁচটায় ফাঁসি হওয়ার কথা। আর তার মধ্যেই মাত্র কয়েক ঘণ্টা আগে সাজা রদের আর্জি নিয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন নির্ভয়া দোষীদের আইনজীবী এপি সিং। প্রসঙ্গত, আজ ভোর সাড়ে পাঁচটায় ফাঁসি হওয়ার কথা নির্ভয়া কাণ্ডের চার দোষী যথা অক্ষয় ঠাকুর, পবন গুপ্ত, বিনয় শর্মা এবং মুকেশ সিংয়ের।
ইতিমধ্যেই নির্ভয়া কাণ্ডে দোষী অক্ষয়ের ঠাকুরের স্ত্রী ডিভোর্স পিটিশন ফাইল করেছিলেন। তার দাবি, একজন ধর্ষকের বিধবা হয়ে তিনি থাকতে চান না। তবে তার সেই বিবাহ বিচ্ছেদের মামলার শুনানি এখনও শেষ হয়নি। ফলে রায়ও দেয়নি আদালত। আর এটাকেই হাতিয়ার করে দিল্লি আদালতের দ্বারস্থ হন নির্ভয়া কাণ্ডে অভিযুক্তদের আইনজীবী এপি সিং। যদিও ধোপে টেকেনি এই পিটিশন। সেক্ষেত্রে আদালতে সাফ জানিয়েছিলেন, অক্ষয় ঠাকুরের স্ত্রী'র ডিভোর্সের মামলার সঙ্গে ফাঁসি পিছিয়ে দেওয়ার কোনও প্রশ্নই ওঠে না। এই দুই মামলার মধ্যে কোনও যোগাযোগই নেই। এরপরেই এপি সিং আজ মধ্যরাতে ফাঁসির ঘণ্টা পাঁচেক আগে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের বাড়িতে পৌঁছে গিয়েছেন ।
উল্লেখ্য তিন তিনবার ফাঁসির তারিখ পিছনোর পর এই নিয়ে চতুর্থবার সাজা কার্যকর করার দিন ঘোষণা করেছে আদালত। ২০১২ সালের গণধর্ষণ কাণ্ডের রায় আসতেই সময় লেগেছে সাত বছর। তারপর সাজা ঘোষণা হওয়ার পর থেকেই শুরু হয়েছে নানা টালবাহানা। যেন-তেন-প্রকারেণ ফাঁসি রদের জন্য উঠে পড়ে লেগেছে চার দোষী এবং তাদের আইনজীবী। এখন দেখার শেষ পরিস্থিতি কি দাড়ায়!