জঙ্গি! গ্রেপ্তার বছর একুশের কলেজ পড়ুয়া || JONGI || Loskor-I-Taiba || Terrorist || Bashirhat || North 24 Parganas


সমাচার ঃ বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার ভারত-বাংলাদেশ সীমান্তের মালেয়া পুরে গ্রেপ্তার বছরে একুশের যুবতী তানিয়া পারভিন। অভিযোগ, দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক স্তরে; বিশেষ করে পাকিস্তানের লস্কর-ই-তৈবা সঙ্গে তার মোবাইল ফোনের ইন্টারনেটে একাধিকবার যোগাযোগ হয়। অভিযোগ, এই যুবতীর ব্যাংক একাউন্টটেও নাকি বেশ কয়েকবার বড় অ্যাকাউটের টাকা ঢুকেছে। এমন কি মুসলিম যুবক যুবতীদের জঙ্গি কার্যকলাপের সঙ্গে যোগাযোগ তৈরি করা ও ধর্মীয় কাজে লিপ্ত হওয়ার জন্য এই যুবতী দেশের বিভিন্ন প্রান্তে যোগাযোগ তৈরি করতো বলে জানা গেছে। এছাড়া ইতিমধ্যে বেশ কয়েকবার দিল্লি, মুম্বাই ও কাশ্মীরে গিয়েছে বলে স্পেশাল ট্রাক্স ফোর্সের সূত্রের খবর।

তানিয়া পারভিন কে আজ বৃহস্পতিবার ভোরবেলা কলকাতা স্পেশাল ট্যাক্সের প্রতিনিধি গ্রেপ্তার করে। ধৃত যুবতীকে আজ বসিরহাট এসিজিএম আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সুত্রে খবর, বছর একুশের দ্বিতীয় বর্ষের ছাত্রী কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ ডায়েরি উদ্ধার হয়েছে। এছাড়াও তার থেকে পাকিস্তানের লস্কর-ই-তৈবা-র বেশকিছু মোবাইল নাম্বার ও জঙ্গিদের ছবি এবং কিছু ধর্মীয় বই পাওয়া যায়। এছাড়াও প্রায় দেড় থেকে দুই বছর এই যুবতী এই জিহাদি কাজের সঙ্গে ধর্মীয় উন্মাদনা যুবক-যুবতীদের জিহাদি কাজের সঙ্গে উদ্বুদ্ধ করার পাশাপাশি লিংক তৈরি করা মূল কাজে ছিল বলে জানা গিয়েছে।


জঙ্গি! গ্রেপ্তার বছর একুশের কলেজ পড়ুয়া  || JONGI || Loskor-I-Taiba || Terrorist || Bashirhat || North 24 Parganas

এছাড়াও তানিয়া পারভিন এর বিরুদ্ধে দেশদ্রোহী সহ ধর্মীয় উস্কানিমূলক উন্মাদনা তৈরি করা ও বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। বসিরহাট আদালতের সরকারি আইনজীবী অরুণ কুমার পাল বলেন, 'তানিয়া বেশ কিছু ধরে পাকিস্থানের জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখত। এছাড়াও জঙ্গীদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য ছিল সে’। এছাড়াও তার কাছ থেকে একটি ডায়েরী, দুটি মোবাইল ফোন, দুটি সিম কার্ড, বেশ কিছু ছবি সহ পাকিস্তের মোবাইল নম্বর ও গুরুত্বপূর্ণ কিছু নথি পাওয়া গেছে বলে গোয়েন্দা সুত্রে খবর।

Post a Comment

Previous Post Next Post