
সমাচার
ঃ শুক্রবার থেকেই মিলতে চলেছে করোনা অনুদান। সূত্রে খবর, কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষণা
অনুযায়ী, প্রত্যেক মহিলাদের জনধন অ্যাকাউন্টে সাহায্য হিসাবে ঢুকতে শুরু করবে ৫০০ টাকা
করে। মোট তিন মাস পাওয়া যাবে এই টাকা। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, শুক্রবার
থেকেই টাকা দেওয়া শুরু হবে। এক সপ্তাহ ধরে চলবে এই প্রক্রিয়া। ভিড় এড়াতেই প্রতিদিন
কিছু কিছু করে টাকা অ্যাকাউন্টে জমা পড়বে বলে জানা গিয়েছে। এই মর্মে নির্দেশিকাও জারি
করেছে ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন(আইবিএ)। যানা গিয়েছে, যাদের অ্যাকাউন্ট নম্বরের
শেষে ০ বা ১ রয়েছে তাঁরা টাকা পাবেন শুক্রবার। যাদের শেষে ২ বা ৩ তারা পাবেন শনিবার।
শেষে ৪ বা ৫ থাকলে টাকা পাবেন মঙ্গলবার। ৬ ও ৭ থাকলে বুধবার এবং ৮ ও ৯ থাকলে বৃহস্পতিবার
টাকা পাবেন ।