সার্বভৌম সমাচার, কলকাতা : রাজ্যে প্রত্যেকদিন বাড়বে ১০ হাজারের বেশি করোনা টেস্ট। গত শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব রাজীব গৌবা জানিয়েছিলেন, বাংলায় টেস্টের হার অনেক কম হচ্ছে। তাই অবিলম্বে টেস্টের হার বাড়ানোর নির্দেশ দেন তিনি। ভার্চুয়াল জনসভার মাধ্যমে দিল্লি থেকে সরাসরি কলকাতার নাইসেডে করোনা পরীক্ষার নতুন যন্ত্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়াও উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রে দুটি উন্নত মানের যন্ত্রের উদ্বোধন করেন তিনি।
সুত্র জানা গিয়েছে, নতুন এই যন্ত্রটির নাম কোবাস ৮৮০০। যন্ত্রটি তৈরি করেছে বিখ্যাত রসে কোম্পানি। যন্ত্রেটির দাম প্রায় ৫ কোটি টাকা। মোট আরটি- পিসিআর পদ্ধতিতেই নমুনা পরীক্ষা হবে এই যন্ত্রে। বর্তমানে যে সব যন্ত্রে পরীক্ষা হয়, সেখানে একাধিক টেকনিশিয়ান এবং মাইক্রোবায়োলজিস্টের প্রয়োজন পড়ে। সংগৃহীত নমুনা থেকে বিশেষ পদ্ধতিতে আরএনএ আলাদা করা হয়। তারপর সেটা রিডিং এর জন্য যন্ত্র প্রবেশ করানো হয়।
কিন্তু এই কোবাস ৮৮০০ নামক যন্ত্রে সেসব লাগবে না। শুধুমাত্র নমুনাটি সংগ্রহ করে নির্দিষ্ট ভাবে নির্দিষ্ট জায়গায় প্রবেশ করিয়ে দিলেই হবে। ফলে অনেক কম সংখ্যক কর্মীদের দিয়ে এই কাজ চলবে। শুধু তাই নয় এই যন্ত্রে ভুলের মাত্রা অন্যান্য চলতি যন্ত্র থেকে অনেক কম। এই যন্ত্রে অনেক কম ক্রস ইনফেকশনের সম্ভাবনাও।
সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষ বর্ধনও। এই যন্ত্র উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, এই যন্ত্রের মাধ্যমে দেশের কোভিড ১৯ আন্দোলন অনেক বেশি শক্তিশালী হবে। শুধুমাত্র তাই নয়, আগামী দিনে এই যন্ত্রের মাধ্যমে হেপাটাইটিস বি ও সি, এইচআইভি, ডেঙ্গুর মতো পরীক্ষাও অনেক কম সময়ে পরীক্ষা করা যাবে।
Tags:
জেলার খবর

