সার্বভৌম সমাচার : পরীক্ষা ছাড়াই মঙ্গলবার প্রকাশিত হল মাধ্যমিকের ফল। ইতিহাসে সর্বপ্রথম উত্তির্নের হার ১০০ শতাংশ। যদিও পরীক্ষা না হওয়ায় প্রকাশিত হয়নি মেধা তালিকা। তবুও প্রথম সারিতে আছেন ৭৯ জন শিক্ষার্থী। যাদের প্রাপ্ত নম্বর ৬৯৭। এই বছর ১০ লক্ষের কাছাকাছি পরীক্ষার্থীর সংখ্যা ছিল। বেলা ১০ টা থেকে ফলাফল দেখা যাবে নিম্নলিখিত ওয়েবসাইটে
মাধ্যমিকে পাশের হার ১০০ শতাংশ, হেসে উঠলেন মধ্যশিক্ষা পর্যদ ভবনের সকলে
bySarbabhauma Samachar
0

