লকডাউন ভাঙলেই চলছে লাঠিচার্জ



সমাচার ঃ গতকাল বিকাল পাঁচাটা থেকে সারা রাজ্যে শুরু হয়েছে লকডাউন। আজ সকাল থেকে শহর থেকে জেলার বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে মানুষ রাস্তায় বেরিয়েছে বাইক বাহিনী। তাদের নিয়ন্ত্রণে আনতে কোথাও কোথাও হিমসিম খাচ্ছে পুলিশ। লকডাউন ভঙ্গ করায় লাঠি হাতে উত্তর ২৪ পরগণার গোপালনগর থানার পুলিশ। চলছে লাঠিচার্জ।

নিচে কোলকাতার রাস্তার ভিডিও



Post a Comment

Previous Post Next Post