বাংলাদেশে মৃত্যু একজনের, নতুন করে আক্রান্ত আরও ছয়জন


বাংলাদেশে মৃত্যু একজনের, নতুন করে আক্রান্ত আরও ছয়জন

সমাচার ওয়েব ডেস্ক ঃ বাংলাদেশে ইতিপূর্বে কোভিড-১৯ বা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৩জন। আজ নতুন করে আরও ৬ জনের মধ্যে করোনাভাইরাসের সন্ধান পাওয়া গেছে। এদের মধ্যে আজ ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা হল ৩৯ জন। যাদের মোট মৃত্যু হয়েছে চারজনের । সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন পাঁচজন। সূত্রে খবর, আজ যিনি মারা গেছেন, তার বয়স ৭০ বছরের বেশি। তিনি একটি হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎধীন ছিলেন।


বাংলাদেশে মৃত্যু একজনের, নতুন করে আক্রান্ত আরও ছয়জন

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, আজ যিনি মারা গেছেন, তার বয়স ৭০ বছরের বেশি। নতুন আক্রান্তদের মধ্যে একজনের বিদেশ ভ্রমণের ইতিহাস রয়েছে। তিনি সৌদি আরব থেকে ফিরেছেন বলেও জানা গিয়েছে।

Post a Comment

Previous Post Next Post