
সার্বভৌম সমাচার, বসিরহাট ঃ উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট পুলিশ জেলার পুলিশ আধিকারিকরা শনিবার সকাল থেকে ইছামতি ব্রিজ, ইটিন্ডা রোড, ও টাকি রোডের চৌমাথায় পুলিশি টহল শুরু করেছে। যেসব মানুষ বিনা কারণে গাড়ি নিয়ে বাইরে বেরিয়েছে, তাদেরকে বসিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সঠিক কারণ না দেখাতে পারলে তাদেরকে ফাইন করা হচ্ছে। পাশাপাশি মাক্স না পরলেও ফাইন করছে পুলিশ । জানা গিয়েছে, বেশ কয়েকজনকে আটক করে তাদের ফাইনও করা হয়েছে ।
ইতিমধ্যে বসিরহাট রেড জোন ঘোষণা করা হয়েছে তার মধ্যে দিয়ে অকারনে যেসব মানুষ রাস্তায় বেরোচ্ছে তাদেরকে সতর্ক করে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ঘরে থাকুন সুস্থ থাকুন অযথা রাস্তায় বের হবেন না। তারপরও যারা আইন অমান্য করছে, তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নিচ্ছে পুলিশ।
সবমিলিয়ে লকডাউন আরো কড়া করতে পুলিশের পদক্ষেপ যে কঠোর হচ্ছে, তা দেখা গেল বসিরহাট শহর কেন্দ্রের বিভিন্ন জায়গায় পুলিশের নাকা চেকিং এর মধ্য দিয়ে।
আরও খবর দেখুন--