আমদানি - রপ্তানি চালু করতে জিরো পয়েন্টে মাল খালি করার ভাবনা

আমদানি - রপ্তানি চালু করতে জিরো পয়েন্টে মাল খালি করার ভাবনা

সার্বভৌম সমাচার, পেট্রাপোল ঃ লক ডাউনে দীর্ঘ দিন বন্ধ ভারত বাংলাদেশ আমদানি ও রপ্তানি। কেন্দ্রের নির্দেশ মত দুই দেশের বাণিজ্যিক ব্যবস্তা চালু করতে সামাজিক দূরত্ব বজায় রেখে পেট্রাপোলের জিরো পয়েন্টে মাল খালি করার প্রস্তাব দিলেন পেট্রাপোল ক্লিয়ারিং সংগঠন। বুধবার দুই দেশের মধ্যে বৈঠেকে বাংলাদেশের কাছে প্রস্তাব দেয় ভারত।

সূত্রের খবর, সম্প্রতি কেন্দ্রে ও রাজ্যের উর্দ্ধতন কর্তৃপক্ষ বৈঠকে পেট্রাপোল ক্লিয়ারিং ও ব্যবসায়ী সমিতি গুলিকে জানায়, তারা চাইলে পেট্রাপোল ও বেনাপোলের জিরো পয়েন্টে সামাজিক দূরত্ব বজায় রেখে আমদানি ও রপ্তানি চালু করতে পারে। সেই মত আজ সকালে বেনাপোলের ক্লিয়ারিং, ব্যবসায়ী ও কাউন্টারের সমিতির সঙ্গে বৈঠক করে পেট্রাপোল ক্লিয়ারিং ও ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা। সেখানে ভারতের পক্ষ থেকে জিরো পয়েন্টে মাল খালি করার প্রস্তাবে দেওয়া হয়। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে ইতিবাচক তেমন কোন উত্তর দেয়নি। তারা জানিয়েছেন, তাদের উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানাবেন।


আরও খবর দেখুন--


















Post a Comment

Previous Post Next Post