ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত সাগরদ্বীপ

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত সাগরদ্বীপ

সার্বভৌম সমাচার, সাগর ঃ টানা ঝড়-বৃষ্টির জেরে দক্ষিণ 24 পরগনা জেলার সাগরদ্বীপের একাধিক এলাকায় প্রবল ক্ষয়ক্ষতি হয়েছে!

তারমধ্যে মূলত সম্মতিনগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় ঝড়ের দাপটে ভেঙে পড়েছে মাটির ঘর, ক্ষয়ক্ষতি হয়েছে পানের বরজ। মাটির ঘর ভেঙে পড়ায় আশ্রয়হীন হয়ে পড়েছেন বহু মানুষ।

জানা গিয়েছে, সাধারণ মানুষের এই অবস্থায় সাহায্যের জন্য এগিয়ে এসেছে সাগর থানার ওসি বাপি রায় এর উদ্যোগে পুলিশকর্মীরা আশ্রয়হীন মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে তাদের হাতে ত্রিপল তুলে দিয়েছেন ।

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত সাগরদ্বীপ

উল্লেখ্য গতকাল রাত থেকে সাগরের একাধিক এলাকায় প্রবল ঝড় বৃষ্টি হয়। আর তার জেরে সুমতি নগর গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকায় একাধিক ঘর বাড়ি ভেঙে পড়ে। এলাকার মূল অর্থকরী ফসল পান। সেই পানের বরজও ঝড়ের দাপটে তছনছ হয়ে গিয়েছে। সেই পরিস্থিতিতে প্রচুর ক্ষতির সম্মুখীন হয়েছেন ওই এলাকার কৃষকেরা!

অন্যদিকে সাগরের একাধিক জায়গায় জোয়ারের জল উঠে বাঁধ ভাঙার খবরও পাওয়া গিয়েছে। জানাগিয়েছে, জোয়ারের জল উঠে মৃত্যুঞ্জয়নগর এলাকার ভেঙে যাওয়ায় আতঙ্কে রয়েছে এলাকার বাসিন্দারা।

এমনিতেই লকডাউনের জেরে বাড়ির বাইরে বের হচ্ছেন  না কোন মানুষ, সেই অবস্থায় কোন রকমে জীবন যাপন করছিলেন তারা। ঠিক তারই মাঝে প্রবল ঝড়-বৃষ্টির জেরে ঘরবাড়ি ভেঙে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ! নিরাশ্রয় হয়েছেন অনেকেই। তবে সেইসব সাধারণ মানুষের কথা মাথায় রেখে এগিয়ে এসেছেন সাগর থানার পুলিশ আধিকারিক! পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা।


আরও খবর দেখুন--









Post a Comment

Previous Post Next Post