
সার্বভৌম সমাচার : বনগাঁ ডেকোরেটর শ্রমিক ইউনিয়ন ও ক্ষৌরকার শ্রমিক ইউনিয়নের সদস্যদের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো৷ ইউনিয়নের পক্ষে সামগ্রী গুলি তুলে দেন জেলা আরটিও বোর্ডের সদস্য গোপাল শেঠ ও বনগাঁ থানার পুলিশ আধিকারিক মানস চৌধুরী। বুধবার দুপুরে বনগাঁ টাউন হল ময়দানে সামাজিক দূরত্ব রেখেই খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
বনগাঁ শহর এলাকায় কয়েকশো শ্রমিক রয়েছেন যারা ডেকোরেটার্স কাজের সঙ্গে যুক্ত পাশাপাশি শতাধিক সেলুন রয়েছে। লকডাউন এর কারণে বন্ধ সেলুন, বন্ধ ডেকোরেটার্স এর কাজ। ফলে কাজ হারিয়ে সমস্যায় ও আতঙ্কে দিন কাটাচ্ছেন কয়েকশো পরিবার৷
সংগঠনের পক্ষ থেকে সদস্যদের খাদ্য সামগ্রী তুলে দেওয়ার উদ্যোগ নিলে তাদের সহযোগিতা করেন গোপালবাবু। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল ডাল তেল নুন সাবান সোয়াবিন চিড়ে বাতাসা পটল ঝিঙে লাউ সহ নানান সবজি। গোপাল বাবু বলেন কয়েক শ্রমিককে আজ বনগাঁ টাউন হল মাঠে নিমন্ত্রণ করে এনে বাড়িতে রান্না করে খাওয়ার জন্য সামগ্রী দিয়ে দেওয়া হলো।
বনগাঁ শহর এলাকায় কয়েকশো শ্রমিক রয়েছেন যারা ডেকোরেটার্স কাজের সঙ্গে যুক্ত পাশাপাশি শতাধিক সেলুন রয়েছে। লকডাউন এর কারণে বন্ধ সেলুন, বন্ধ ডেকোরেটার্স এর কাজ। ফলে কাজ হারিয়ে সমস্যায় ও আতঙ্কে দিন কাটাচ্ছেন কয়েকশো পরিবার৷
সংগঠনের পক্ষ থেকে সদস্যদের খাদ্য সামগ্রী তুলে দেওয়ার উদ্যোগ নিলে তাদের সহযোগিতা করেন গোপালবাবু। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল ডাল তেল নুন সাবান সোয়াবিন চিড়ে বাতাসা পটল ঝিঙে লাউ সহ নানান সবজি। গোপাল বাবু বলেন কয়েক শ্রমিককে আজ বনগাঁ টাউন হল মাঠে নিমন্ত্রণ করে এনে বাড়িতে রান্না করে খাওয়ার জন্য সামগ্রী দিয়ে দেওয়া হলো।