গৌড়ীয় মঠের প্রধান অধ্যক্ষ সজ্জন মহারাজের জন্মদিনেও করোনা ভাইরাসের সচেতনতার প্রচার; বিএসএফের ৬৪ নম্বর ব্যাটালিয়নের হাতে মাস্ক ও হ্যান্ডওয়াশ তুলে দিলেন গোপাল শেঠ


সমাচার ঃ সীমান্ত এলাকায় করোনা ভাইরাসের সচেতনতার প্রচার হিসাবে বিএসএফের ৬৪ নম্বর ব্যাটালিয়নের হাতে মাস্ক ও হ্যান্ডওয়াশ তুলে দিলেন উত্তর ২৪ পরগনা জেলা আরটিও বোর্ডের সদস্য গোপাল শেঠ। বুধবার দুপুরে পেট্রাপোল থানা এলাকার ভবানীপুর মঠে এই কর্মসূচীতে ছিলেন বিএসএফ এর ডিআইজি এ কে ঠাকুর। তার হাতে প্রায় ৩০০ মাস্ক ও হ্যান্ডওয়াশ তুলে দেন গোপাল শেঠ।

সূত্রে জানা গিয়েছে, বুধবার গৌড়ীয় মঠের প্রধান অধ্যক্ষ সজ্জন মহারাজের ৯৪ তম জন্মদিন উপলক্ষে রাজ্যের বিভিন্ন গৌড়ীয় মঠের অধ্যক্ষরা এদিন সকালে ভবানীপুর মঠে আসেন। প্রধান অধ্যক্ষের জন্মদিন উপলক্ষে ভক্তদের পাশাপাশি ভবানীপুর মঠে উপস্থিত হন বিএসএফের ৬৪নম্বর ব্যাটেলিয়ান এর ডিআইজি একে ঠাকুর ও উত্তর ২৪ পরগনা জেলা আরটিও বোর্ডের সদস্য গোপাল শেঠ।

মাঠে কেক কেটে মহারাজের জন্মদিবস পালন শেষে সজ্জন মহারাজ ও গোপাল বাবু। এরপর বিএসএফ আধিকারিকের হাতে মাস্ক ও হ্যান্ডওয়াশ তুলে দেন গোপাল শেঠ। গোপাল শেঠ বলেন, “করোনা আতঙ্ক রয়েছে সীমান্ত এলাকায় । জওয়ানরা আমাদের সীমান্ত পাহারা দেয়। তারা ভালো থাকলে আমরা ভালো থাকবো। সে কারণেই তাদের হ্যান্ডওয়াশ ও মাস্ক দিলাম”।

Post a Comment

Previous Post Next Post