সায়ন ঘোষ, কলকাতা : দু-চাকা অর্থাৎ বাইক মানুষকে স্বপ্ন দেখায়। আর সেই স্বপ্ন পূরণ করতে এগিয়ে আসে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড়ো রাইডিং গ্রুপ 'রাইডার্স কমিউনিটি অফ বেঙ্গল'। তাঁদের মূল লক্ষ্য নিরাপত্তা এবং সঠিক পরামর্শ দেওয়া সাথেই পরিবেশ সচেতনতা তো আছেই।
বাংলার অন্যতম বাইকারদের সবচেয়ে বড় সংস্থা 'রাইডার্স কমিউনিটি অফ বেঙ্গল' এর তরফ থেকে গত রবিবার আয়োজন করা হয় এক অনুষ্ঠানের। যার নাম দেওয়া হয়েছিল উল্লাস। এদিনের অনুষ্ঠানের সূচনা হয় গ্রীন বেঙ্গল প্রজেক্টের উদ্বোধনের মাধ্যমে। যাতে করে প্রায় আগামী এক বছরের মধ্যে ৫০০০ বৃক্ষরোপণ করা হবে রাজ্যের বিভিন্ন জায়গায়। এছাড়াও এদিনের অনুষ্ঠানে বিভিন্ন রাইডিং সম্পর্কিত খেলার ব্যাবস্থা করা হয়। এছাড়াও চলে সংগীত ও নাচের অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন বিখ্যাত ইঞ্জিন অয়েল প্রস্তুতকারী সংস্থা ক্যাস্টল সহ বিখ্যাত বাইক প্রস্তুতকারী সংস্থা রয়েল এনফিল্ড।
রাইডার্স কমিউনিটি অফ বেঙ্গল এর প্রতিষ্ঠাতা শুভজিৎ সিনহা জানান, "আমাদের রাইডার দের নিয়ে পশ্চিমবঙ্গে সেভাবে কোনো বড় সংগীত অনুষ্ঠান হয়নি। সেই থেকেই এই ভাবনা। এছাড়া আমাদের সংস্থা প্রতি বছরেই বিভিন্ন সামাজিক সচেতনতা মূলক কাজ করেই চলেছে। সামজিক ভাবে পিছিয়ে পরা মানুষের পাশে থাকা থেকে শুরু করে গাছ লাগানো, রক্তদান শিবির সহ বিভিন্ন রকমের সচেতনতা মূলক কাজ করে চলেছে রাইডার্স কমিউনিটি অফ বেঙ্গল।"
অন্যদিকে, রাইডার্স কমিউনিটি অফ বেঙ্গল এর অন্যতম প্রতিষ্ঠাতা অপরাজিত রায় সিনহা বলেন, আমাদের শেষ পাঁচ বছরের ইচ্ছে ছিল আজকের এই দিনটি প্রতিটা রাইডার্সকে উপহার দেওয়া। কারন এরকম অনুষ্ঠান আগে কোনো জায়গায় হয়নি। এছাড়াও এদিনের উল্লাস এর মধ্যে দিয়ে গ্রীন বেঙ্গল প্রজেক্টের উদ্বোধন করা হয় যার মাধ্যমে আগামী বছরের মধ্যে ৫০০০ বৃক্ষরোপণ করা হবে রাজ্যের বিভিন্ন জায়গায়।"
প্রসঙ্গত, কলকাতার রুবি সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত করা হয় এদিনের রাইডার্স কমিউনিটি অফ বেঙ্গল এর উল্লাস এর প্রথম বর্ষ। এদিনের অনুষ্ঠানে রাজ্য সহ একাধিক পার্শ্ববর্তী রাজ্য যেমন সিকিম, ঝাড়খণ্ড, বিহার সহ উড়িষ্যা ছাড়াও বিভিন্ন জায়গা থেকেও প্রচুর বাইকাররা সামিল হয়েছিলেন।
প্রায় ১৫০০ জন রাইডার্স সামিল হয়েছিলেন এদিনের অনুষ্ঠানে।
অন্যদিকে, রাইডার্স কমিউনিটি অফ বেঙ্গল এর সদস্য প্রসূন দাস বলেন, "রাইডার্স কমিউনিটি অফ বেঙ্গল আমাদের আবেগ। আর সেই আবেগকে উদযাপন করতেই আয়োজন করা হয়েছিল প্রথম বর্ষের উল্লাস। এছাড়াও রাইডার্স কমিউনিটি অফ বেঙ্গল সারা বছর বিভিন্ন রাইড এর আয়োজন করে থাকে। তার মধ্যে রয়েছে ব্রেকফাস্ট রাইড, একদিন বা দুদিন আবার ছয় থেকে সাত দিনের রাইড। যার মাধ্যমে নতুন রাইডাররা অনেক অভিজ্ঞতা সঞ্চয় করতে পারে। মূলত এদিন সকল রাইডারদের নিয়ে আনন্দ, নাচ, গান নিয়েই অনুষ্ঠিত হয় উল্লাস এর প্রথম বছর।
উল্লেখ্য, রাইডার্স কমিউনিটি অফ বেঙ্গল ২০১৯ সালের ২১ শে অক্টোবর প্রথম ফেসবুকের মাধ্যমে আত্মপ্রকাশ করলেও এখন তার সদস্য গোটা দেশে ছড়িয়ে পড়েছে। কারন রাইডার্স কমিউনিটি অফ বেঙ্গল সবার সাথে সবার পাশে।