সায়ন ঘোষ, বনগাঁ : আজকের দিনে দাঁড়িয়ে ফটোগ্রাফি একটি বিশেষ ভূমিকা পালন করে চলেছে গোটা বিশ্বে। প্রতিদিন কিছু না কিছু নতুন প্রযুক্তি দেখা যাচ্ছে এই মাধ্যমে। চারিদিকে চিত্রগ্রাহকদের কাজের মূলত প্রযুক্তি গত দিক থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যেই আয়োজন করা হয় বিভিন্ন কর্মশালা।
মঙ্গলবার উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ পৌরসভার চন্দ্রিকা হলে আয়োজন করা হয় এক কর্মশালার। ওয়েস্ট বেঙ্গল ফোটোগ্রাফী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও উত্তর ২৪ পরগনা ফোটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন এর যৌথ উদ্যোগে ক্যানন কোম্পানি ও গোডক্স কোম্পানির সহযোগিতায় আয়োজন করা হয় এই কর্মশালার। চিত্রগ্রাহকদের মূলত প্রযুক্তি গত দিক থেকে উন্নত করা ও নিজেদের কাজের দক্ষতা বাড়াতেই আয়োজন হয় এটির।
এছাড়াও এই কর্মশালার মধ্য দিয়ে পোস্টার উদ্বোধন হয় আগামী কর্মসূচীর। যেটি অনুষ্ঠিত হবে আগামী নভেম্বর মাসের ২-৩-৪ তারিখ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে।
উত্তর ২৪ পরগনা ফোটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন যুগ্ম সম্পাদক দীপঙ্কর সাহা বলেন, "আমাদের সংস্থা প্রতি বছরই নানা রকম প্রতিষ্ঠার সহযোগীতায় এরকম কর্মশালার আয়োজন করে থাকে। চিত্রগ্রাহকদের উন্নতি টায় মূল লক্ষ্য আমাদের। এছাড়া আজকের কর্মশালার মাধ্যমে আমাদের আগামী কর্মসূচীর পোস্টার উদ্বোধন হয়।"
অন্যদিকে, উত্তর ২৪ পরগনা ফোটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের বনগাঁ ইউনিটের সভাপতি দীপক কুমার পাল জানান, "মূলত ক্যামেরা প্রস্তুক কারক সংস্থা ক্যানন ও লাইট প্রস্তুক কারক সংস্থা গোডক্স এর সহযোগীতায় আজকের এই কর্মশালা। আজকের অনুষ্ঠানে প্রায় ৮০ জন চিত্রগ্রাহক সামিল হয়েছিলেন। আমরা আগামী দিনে আরো চেষ্টা করবো এরকম কর্মশালার। যার মাধ্যমে আমাদের চিত্রগ্রাহক আরো উন্নতি করবে আগামীতে।"