
চিফ রিপোর্টার ঃ আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের ডাকে জগদীশ পুর গ্রামে অনুষ্ঠিত হল "বাংলার গর্ব মমতা" শীর্ষক এক মত বিনিময় সভা। এই সভাতে গত ১৯শে মার্চ দলীয় কর্মীদের সঙ্গে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন পরিকল্পনার কথা প্রচার করেন বাগদা পুর্ব ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় পরিতোষ কুমার সাহা। উক্ত সভায় উপস্থিত ছিলেন, দলের কার্যকারী সভাপতি রবীন্দ্রনাথ চক্রবর্তী, আষাঢ়ু অঞ্চল প্রধান সরস্বতী মুন্ডা, অঞ্চল সভাপতি তাহের আলি মন্ডল, সহ গ্রাম পঞ্চায়েতের সকল সদস্য গণ।
গত ১৮ই মার্চ বিকালে বাগদা পূর্ব ব্লকের রণঘাট আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের ডাকে অঞ্চলের বিশিষ্ট নাগরিকদের নিয়ে বিশেষ আলোচনা সভা 'বাংলার গর্ব মমতা' অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বাগদা পূর্ব ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পরিতোষ কুমার সাহা, অবজারভার রাম চন্দ্র বোস, কার্যকরী সভাপতি বিমল ভদ্রো, শিক্ষা কর্মাধক্ষ্য কৃষ্ণ পদ দাস সহ পঞ্চায়েতের সমস্ত সদস্য গণ।