হচ্ছে না বারুণীর মেলা, মিলবে না প্রসাদ; বন্ধ থাকছে কামনা সাগরে স্নানও



সমাচার ঃ করোনার জেরে এবার ঠাকুরনগরে কামনা সাগরে স্নান বন্ধ ও প্রসাদ বিতরণ বন্ধ করল শান্তুনু ঠাকুরের সারা ভারত মতুয়া মহাসংঘ । ঠাকুরনগরের বারুনী মেলা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল মমতা ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ । আজ সাংবাদিক সম্মেলন করে শান্তনু ঠাকুরের সারা ভারত মতুয়া মহাসঙ্ঘের যুগ্ম সঙ্ঘাধিপতি সুব্রত ঠাকুর জানালেন এক মাসের জন্য কামনা সাগরে স্নান বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে । কামনা সাগরকে বাঁশের ব্যারিকেট করে আটকানো হয়েছে । ভক্তদের প্রাসাদ বিতরণ বন্ধ করা হয়েছে । কিন্তু পূজা বন্ধ করা হয়নি ।

এবিষয়ে মমতা ঠাকুর জানিয়েছেন আমি তো আগেই মেলা বন্ধ করেছিলাম । কিন্তু যারা বলেছিল কামনা সাগরে ডুব দিলে সমস্ত রোগ নিরাময় হয় তারা এখন বলছেন সাগর বন্ধ করা হচ্ছে স্নানের জন্য । মন্দিরের ব্যাপারে আমার কিছু বলার নেই যারা মন্দির পরিচালনা করে তারাই বলতে পারবেন ।

Post a Comment

Previous Post Next Post