বন্ধ সীমান্তে গেট; ক্ষতিগ্রস্ত হাজার হাজার কৃষক


বন্ধ  সীমান্তে  গেট; ক্ষতিগ্রস্ত হাজার  হাজার  কৃষক

সার্বভৌম সমাচার, বনগাঁ ঃ  সরকারি নির্দেশে বন্ধ সীমান্তের কাঁটাতার। ফলে ওপারে জমিতে যেতে পারছে না কৃষকরা l গেট বন্ধ করে দেওয়ার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন বনগাঁ, বাগদা, গাইঘাটা  এলাকার প্রচুর ধান, পাট, সব্জী চাষি। প্রশাসনকে জানিয়েও কোন লাভ হচ্ছে না, অভিযোগ চাষিদের l জল না পেয়ে মাঠেই নষ্ট হচ্ছে ধান, পাট সহ অন্যান্য ফসল l

মঙ্গলবার উত্তর ২৪ পরগনার বাগদা থানার বয়রা কুলনন্দপুরের গ্রামের সকরা প্রথমে বাগদা থানা পুলিশের কাছে দ্বারস্থ হয় l সেখান থেকে ফিরে তারা বাগদা বনগাঁ সড়কের নোমচাপোতাতে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ শুরু করে l ঘটনাস্থলে পৌঁছায় বাগদার বিধায়ক দুলাল বড় ও বাগদা থানা পুলিশ l ৩০ মিনিট অবরোধ চলার পরে কৃষকদের বুঝিয়ে আজকের মত অবরোধ তুলে দেয় l

বাগদার বিধায়ক দুলাল বর জানিয়েছেন, বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে l আগামীকাল থেকে সমাধান করে দেওয়ার আশ্বাস দিয়েছেন তারা l

Post a Comment

Previous Post Next Post