
সার্বভৌম সমাচার : গত মার্চ মাসে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজের আওতায় প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ আন্না যোজনা ঘোষণা করেছিলেন। এই প্রকল্পের আওতায় সরকার গত তিন মাস ধরে দরিদ্র মানুষদের মধ্যে বিনামূল্যে রেশন বিতরণ করছে।
সাম্প্রতিক সময়ে ইন্দো-চিন সীমান্তের উত্তেজনা, বহু রাজ্যে করোনার ভাইরাসের সংক্রমণ এবং বন্যার মতো পরিস্থিতির মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে মন্ত্রিসভার একটি বৈঠক হচ্ছে। ওই বৈঠকে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিদেশমন্ত্রী জয়শঙ্কর।
আরও পড়ুন--
আজকে কেন্দ্রীয় মন্ত্রিসভার এই বৈঠকে স্বনির্ভর ভারতের দুটি প্যাকেজ অনুমোদিত হতে পারে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে আগামী নভেম্বর মাস পর্যন্ত দরিদ্র মানুষদের মধ্যে বিনামূল্যে খাদ্যশস্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পটিও আজ মন্ত্রিসভাও অনুমোদন হতে পারে বলে জানা গিয়েছে।
এছাড়াও আজকের মন্ত্রিসভার বৈঠকে সুরক্ষা বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠকও হবে। এই বৈঠকে চীনের সাথে উত্তেজনা, গালভান থেকে উভয় দেশের সেনা প্রত্যাহার এবং অন্যান্য সুরক্ষা বিষয় নিয়েও আলোচনা হতে পারে।
এছাড়াও আজকের মন্ত্রিসভার বৈঠকে সুরক্ষা বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠকও হবে। এই বৈঠকে চীনের সাথে উত্তেজনা, গালভান থেকে উভয় দেশের সেনা প্রত্যাহার এবং অন্যান্য সুরক্ষা বিষয় নিয়েও আলোচনা হতে পারে।
আরও পড়ুন--
লকডাউন এবং করোনার সঙ্কটের মধ্যে নরেন্দ্র মোদী সরকার মার্চ মাসে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজের অধীনে প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ আন্না যোজনা ঘোষণা করেন। এই প্রকল্পের আওতায় সরকার গত তিন মাস ধরে দরিদ্র মানুষদের মধ্যে বিনামূল্যে রেশন বিতরণ করছে।
তবে লকডাউনের বিরূপ প্রভাব দরিদ্রদের উপর পড়তে পারে তাই সরকার এই প্রকল্পটি; বাড়িয়ে নভেম্বর পর্যন্ত করেছে। উল্লেখ্য, এই প্রকল্পের আওতায় দেশের ৮০ কোটিরও বেশি মানুষ আগামী ৫ মাসের জন্য ৫ কেজি করে খাদ্যশস্য এবং ১ কেজি ডাল বিনামূল্যে পাবেন।
তবে লকডাউনের বিরূপ প্রভাব দরিদ্রদের উপর পড়তে পারে তাই সরকার এই প্রকল্পটি; বাড়িয়ে নভেম্বর পর্যন্ত করেছে। উল্লেখ্য, এই প্রকল্পের আওতায় দেশের ৮০ কোটিরও বেশি মানুষ আগামী ৫ মাসের জন্য ৫ কেজি করে খাদ্যশস্য এবং ১ কেজি ডাল বিনামূল্যে পাবেন।
আরও দেখুন--