অবশেষে গ্রেপ্তার হল কানপুর কাণ্ডের মুল অভিযুক্ত বিকাশ দুবে

অবশেষে গ্রেপ্তার হল কানপুর কাণ্ডের মুল অভিযুক্ত বিকাশ দুবে

সার্বভৌম সমাচার, কানপুর : কানপুর শ্যুটআউটের মোস্ট ওয়ান্টেড বিকাশ দুবেকে অবশেষে মধ্য প্রদেশের উজ্জায়ন থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, বিকাশ দুবে মহাকলেশ্বর মন্দিরে লুকিয়ে থেকে পরে নিজেকে আত্মসমর্পণ করেন। বর্তমানে স্থানীয় পুলিশ তাকে হেফাজতে নিয়েছে। ইউপি পুলিশ বিকাশ দুবেকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।

বিকাশ দুবে তার আত্মসমর্পণের বিষয়ে স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছিলেন। এরপর উজ্জায়নের মহাকাল থানার কাছে স্থানীয় পুলিশের সামনে আত্মসমর্পণ করেন তিনি। অভিযুক্ত বিকাশ দুবেকে পুলিশ গ্রেপ্তার করে অজ্ঞাত স্থানে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।


আরও পড়ুন--



এদিন বিকাশ দুবে মহাকাল মন্দিরের সামনে দাঁড়িয়ে ছিলেন। স্থানীয় সংবাদমাধ্যম সেখানে পৌঁছতেই তিনি চিৎকার করে বলেন, আমি কানপুরের বিকাশ দুবে। এরপর স্থানীয় পুলিশ ঘটনাস্থল থেকে তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে সরাসরি মহাকাল থানায় নিয়ে আসে এবং যেখান থেকেই তাকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়।

উল্লেখ্য আজ ইউপি পুলিশের সঙ্গে বিকাশ দুবের দুই সহকর্মীর সংঘর্ষ হওয়ার পরপরই বিকাশ দুবে উজ্জয়েনে আত্মসমর্পণ করেন। ইন্দোরের ডিআইজিও জানিয়েছেন, আত্মসমর্পণের সময় বিকাশ দুবে চিৎকার করে বলে, আমি কানপুরের বিকাশ দুবে, পুলিশ আমাকে ধরুন।

অন্যদিকে মধ্য প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র বলেছেন, এই মুহুর্তে বিকাশ দুবে মধ্য প্রদেশ পুলিশের হেফাজতে রয়েছে। গ্রেপ্তারের বিষয়ে তিনি কিছুই বলেন নি। তবে তিনি জানিয়েছেন, শুরু থেকেই বিকাশ দুবের নিষ্ঠুরতার সীমা অতিক্রম করেছিল। তাই ঘটনা সম্পর্কে পুলিশকে সতর্ক করে দিয়েছিলাম।

আরও পড়ুন--

উল্লেখ্য, গত ২ জুলাই রাতে আট জন পুলিশ হত্যার সাথে জড়িত ছিল এই বিকাশ দুবে। তাকে খুঁজতে পুরো উত্তরপ্রদেশকে পুলিশ শিবিরে পরিণত করা হয়েছিল। তা সত্ত্বেও, পুলিশ বিকাশ দুবেকে গ্রেপ্তার করতে পারেননি।

বিকাশ দুবেকে গ্রেপ্তারের পর মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সাথে কথা বলেছেন। জানা গিয়েছে, শিবরাজ সিং বিকাশ দুবেকে ইউপি পুলিশের হাতে হস্তান্তর করছেন। এখন ইউপি পুলিশ ট্রানজিট রিমান্ড গ্রহণ করে বিকাশ দুবেকে উত্তর প্রদেশে নিয়ে আসবে বলেও জানা গিয়েছে।

মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও একটি টুইটে উজ্জায়ন পুলিশকে বিকাশ দুবের গ্রেপ্তারের জন্য অভিনন্দন জানিয়েছেন এবং সেই সঙ্গে আরও জানিয়েছেন, ‘যারা মনে করেন যে মহাকালের আশ্রয়ে গিয়ে তাদের সবপাপ ধুয়ে যাবে, তারা মহাকালকে চেনে না। আমাদের সরকারও কোন অপরাধীকে রেহাই দেবে না’।


আরও দেখুন--

Post a Comment

Previous Post Next Post