
সার্বভৌম সমাচার : বর্তমানে সোশ্যাল মিডিয়ায় প্রচুর আশ্চর্যজনক ভিডিও ভাইরাল হয়ে থাকে। সম্প্রতি আবারও এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। যা দেখলে আপনিও চমকে উঠবেন। যেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে; এক ব্যক্তি তার বাড়িতে তিনটি চিতা নিয়ে ঘুমাচ্ছেন। ওই ভিডিওটি না দেখলে বোঝা যেত না যে, এত আরামের সাথে কোন বিপদজনক প্রাণীর সাথে ঘুমানো যায়।
আরও পড়ুন--
সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিওটি পোস্ট করেছেন ভারতীয় বন পরিষেবার সুশান্ত নন্দ নামের এক আধিকারিক। তিনি ইতিপূর্বে এধরনের একাধিক মজাদার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন। এবারে দেখুন সেই ভিডিও...
Sleeping with the beauty💕— Susanta Nanda IFS (@susantananda3) July 4, 2020
Snuggling with Cheetahs. I had goosebumps seeing the video. Don’t know what the person had...
🎬: In the clip pic.twitter.com/w1LG93eEsM
ভিডিওটিতে দেখা ওই ব্যক্তিকে বেশ বয়স্ক দেখাচ্ছে। তিনি চিতার সঙ্গে এমন ভাবে ঘুমাচ্ছেন যেন তারা বছরের পর বছর ধরে একে অপরকে চেনে। ভিডিওতে দেখা গেছে যে একটি চিতাবাঘ ঘুমিয়ে আছে; আবার অন্য সিনে একটি চিতা ওই ব্যক্তির কাছে গিয়ে খুব সহজেই ঘুমিয়ে পড়ছে। যা ইতিমধ্যেই খুব ভাইরাল হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়াতে কেউ কেউ মন্তব্য করছেন, এই ভিডিওটি খুব সহজেই নিজের কাছে নিজেই আকর্ষণীয়।
আরও দেখুন--
আরও দেখুন--