কানপুর কাণ্ড : বিকাশ দুবেকে এনকাউন্টার করে মারা হল

কানপুর কাণ্ড : বিকাশ দুবেকে এনকাউন্টার করে মারা হল

সার্বভৌম সমাচার, কানপুর : সম্প্রতি আট পুলিশকর্মীকে মেরে ফেলার ঘটনায় মুল অভিযুক্ত বিকাশ দুবেকে  এনকাউন্টার করে মারা হল আজ। কানপুরের এসএসপি দীনেশ কুমার  জানিয়েছে, এই এনকাউন্টারেও চার পুলিশ সদস্য গুরুতর আহতও হয়েছেন।

SSP দীনেশ কুমার এদিন আরও বলেন, গাড়িটি উল্টে যাওয়ার পরে পুলিশের কাছ থেকে পিস্তল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় বিকাশ দুবে। তাকে বারংবার আত্মসমর্পণের কথা বলা স্বত্বেও সে গুলি পুলিশকে লক্ষ্য করে চালায়। তখন পুলিশের পাল্টা গুলিতে মারা যায় বিকাশ দুবে।
আরও পড়ুন--

প্রত্যক্ষদর্শীদের কথায়, আমরা গুলির আওয়াজ শুনেছি মাত্র। তবে কোন যানবাহনের দুর্ঘটনার খবর জানি না। আমরা ছুটে এলে পুলিশ আমাদেরকে তাড়িয়ে দেয়।

যদিও কানপুর পুলিশ এবিষয়ে বলে, ওই দুর্ঘটনায় আহত পুলিশ কর্মীদের পিস্তল ছিনিয়ে নিয়ে বিকাশ দুবে পালানোর চেষ্টা করেছিল। এরপর পুলিশ তাকে তাড়া করে এবং আত্মসমর্পণের কথা বলে।


কিন্তু সে পুলিশের উপরেই গুলি চালাতে শুরু করলে পুলিশও পাল্টা গুলি করে। আর তাতেই গুরুতর আহত হয় বিকাশ দুবে। আহত বিকাশ দুবেকে পুলিশ দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়, কিন্তু সেখানে তার চিকিৎসার সময় সে মারা যায়।

উল্লেখ্য, কিছুদিন আগেই কানপুরের বিকারু গ্রামের বাসিন্দা বিকাশ দুবের বিরুদ্ধে নির্মম ভাবে আট জন পুলিশকর্মীকে হত্যার অভিযোগ ওঠে।

আরও দেখুন--

Post a Comment

Previous Post Next Post