সার্বভৌম সমাচার, কানপুর : আটজন পুলিশ কর্মীকে হত্যা কাণ্ডের মুল কাণ্ডারি বিকাশ দুবের মৃত্যুর ঘটনায় একের পর এক তার অপরাধের রহস্য উন্মোচিত হচ্ছে। পুলিশের কাছে নতুন তথ্য উঠছে কীভাবে সে তার অপরাধের সাম্রাজ্য তৈরি করেছিল। এছাড়াও পুলিশের কাছে প্রশ্ন উঠছে; ঠিক কী কারণে বিকাশ দুবের গ্যাংটি ফুলে ফেপে উঠেছিল। পুলিশের কাছে আরও প্রশ্ন উঠেছে; বিকাশ দুবের কাছে থাকা বিলাসবহুল গাড়ি নিয়েও।
পুলিশ বিকাশ দুবের মৃত্যুর পর তার ফাইল খুলে হতবাক। শুধুমাত্র ভারতে নয়, তার কালো আয়ের সাম্রাজ্য ছড়িয়ে গিয়েছে সমগ্র বিদেশেই । এছাড়াও প্রচুর ‘কালোধন’ উপার্জন করেছে বিকাশ দুবে গত নোটবন্দীর সময়ে।
পুলিশ বিকাশ দুবের মৃত্যুর পর তার ফাইল খুলে হতবাক। শুধুমাত্র ভারতে নয়, তার কালো আয়ের সাম্রাজ্য ছড়িয়ে গিয়েছে সমগ্র বিদেশেই । এছাড়াও প্রচুর ‘কালোধন’ উপার্জন করেছে বিকাশ দুবে গত নোটবন্দীর সময়ে।
আরও পড়ুন--
জানা গিয়েছে, বড় ধন ব্যবসায়ীরা তাদের ‘কালোধন’ সুরক্ষার জন্য তার কাছে আসতেন। সম্প্রতি কানপুরের এক সুপরিচিত ব্যবসায়ীর কাছ থেকে একটি বিদেশি গাড়ি উপহার পেয়েছিল বিকাশ দুবে। এখন পুলিশের কাছে একটাই প্রশ্ন, কে এই ব্যবসায়ী? কানপুরের ওই ব্যবসায়ী বিকাশ দুবেকে ব্যয়বহুল গাড়ি উপহার দিলেন? এখন তা শুধুমাত্র প্রকাশ হতেই বাকি আছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করছে বলেও জানা গিয়েছে
জানা গিয়েছে, অনেক দেশে ভ্রমণ করেছেন বিকাশ দুবে। পুলিশ এখন তার অর্থনৈতিক লেনদেনের ভিত্তিতে তার বিদেশ সফরের উদ্দেশ্য খোঁজ করছে। অন্যদিকে কানপুরের বিকেরু গ্রামের লোকেরা বলছেন, তার অনুমতি না নিয়ে বিগত দিনে কেউ কিছুই করতে পারেনি। শুধু তাই নয়, জমি দখল থেকে শুরু করে মানুষের সম্পত্তি কেড়ে নেওয়াও ছিল তার নিত্যকর্মের অংশ। পুলিশের দেওয়া তথ্যে জানা গিয়েছে, বিকাশ দুবে নোটবন্দীর আগে থেকেই শতকরা ২শতাংশ হারে সুদে খাটাতেন প্রায় ৬.৩০ কোটি টাকা।
আরও দেখুন--
জানা গিয়েছে, অনেক দেশে ভ্রমণ করেছেন বিকাশ দুবে। পুলিশ এখন তার অর্থনৈতিক লেনদেনের ভিত্তিতে তার বিদেশ সফরের উদ্দেশ্য খোঁজ করছে। অন্যদিকে কানপুরের বিকেরু গ্রামের লোকেরা বলছেন, তার অনুমতি না নিয়ে বিগত দিনে কেউ কিছুই করতে পারেনি। শুধু তাই নয়, জমি দখল থেকে শুরু করে মানুষের সম্পত্তি কেড়ে নেওয়াও ছিল তার নিত্যকর্মের অংশ। পুলিশের দেওয়া তথ্যে জানা গিয়েছে, বিকাশ দুবে নোটবন্দীর আগে থেকেই শতকরা ২শতাংশ হারে সুদে খাটাতেন প্রায় ৬.৩০ কোটি টাকা।
আরও দেখুন--
