বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রশংসা পেয়েছে মুম্বইয়ের ধরভি

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রশংসা পেয়েছে মুম্বইয়ের ধরভি

সার্বভৌম সমাচার : করোনার ভাইরাসের সংক্রমণ ক্রমন্বয়ে বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টার মধ্যে, দেশে করোনার ভাইরাসে সংক্রমণের ২৭ হাজারেরও বেশি নতুন আক্রান্তের খবর পাওয়া গেছে। মারা গেছেন ৫১৯ জন। আমেরিকাতে গত ২৪ ঘন্টায় ৭০ হাজারেরও বেশি নতুন আক্রান্তের খবর পাওয়া গেছে। অন্যদিকে, করোনার সংক্রমণ রুখতে মুম্বইয়ের ধরভি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রশংসা পেয়েছে।
ইতিমধ্যেই দেশে করোনার ভাইরাসের সংক্রমণ আট লাখ ছাড়িয়েছে। এই মুহূর্তে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৮ লক্ষ ২০ হাজার ৯১৬ জন। একই সঙ্গে দেশে মৃতের সংখ্যা বেড়েছে দাঁড়িয়েছে ২২ হাজার ১৬৩ জন। তবে স্বস্তির বিষয় এই যে এখন পর্যন্ত পাঁচ হাজারেরও বেশি মানুষ সুস্থ হয়েছেন।
আরও পড়ুন--

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (WHO) এর প্রধান টেড্রস আধানম ঘেব্রেইসাস ইতালি, স্পেন এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে বিশ্বের বৃহত্তম বস্তি মুম্বাইয়ের ধারাভীরের নাম প্রশংসার সঙ্গে উল্লেখ করেছেন।
উল্লেখ্য, বিশ্বের দেশগুলির মধ্যে আমেরিকা সবচেয়ে বেশি করোনার ভাইরাস শিকার হয়েছে। গত ২৪ ঘন্টার মধ্যে আমেরিকাতে ৭ লক্ষ্যের মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুসারে, মার্কিন যুক্তরাষ্ট্রে এখনও পর্যন্ত ৩১,৮৩,৮৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

আরও দেখুন--


Post a Comment

Previous Post Next Post