Breaking News : বনগাঁসহ জেলার আরও ৫টি জায়গা ফের লকডাউনের পথে

Breaking News : বনগাঁসহ জেলার আরও ৫টি জায়গা ফের লকডাউনের পথে

সার্বভৌম সমাচার : ফের ১৪ দিনের লকডাউনের প্রস্তাবগেল নবান্নে। বনগাঁ, বারাকপুর, বসিরহাট, বারাসাত এবং বিধাননগরকে আপাতত চিহ্নিত করেছে উত্তর ২৪ পরগণার জেলা প্রশাসন। গত কয়েকদিনে করোনা ভাইরাসের সংক্রমণে নিরিখে দেখা গিয়েছে উত্তর ২৪ পরগনা জেলায় দ্রুত হারে বাড়ছে করোনার সংক্রমণ। আর তাই আবারও বন্ধের কথা ভাবছে প্রশাসন।

এবারে আরো কড়া ভাবে জেলায় লকডাউন করার জন্য নবান্নে প্রস্তাব পাঠিয়েছে উত্তর ২৪ পরগনা জেলার জেলা শাসক। রাজ্য সরকারের পরিসংখ্যান অনুযায়ী সোমবার পর্যন্ত রাজ্যে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৯৮৭ জন। তার মধ্যে শুধুমাত্র সোমবারই আক্রান্ত হয়েছেন ৮৬১ জন। আর মৃত্যু হয়েছে ২২ জনের।

অন্যদিকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার পাশাপাশি কলকাতা, হাওড়া এবং হুগলির পরিস্থিতি বেশ খারাপ। শুধুমাত্র উত্তর ২৪ পরগনা জেলায় আক্রান্ত হয়েছেন তিন হাজার ৯৪৮ জন। আক্রান্ত হয়েছেন ১৮১ জন। এখনো পর্যন্ত এই মৃত্যু হয়েছে ১২৯ জন। তার মধ্যে সোমবার মৃত্যু হয়েছে সাতজনের। জেলার এখনো পর্যন্ত সক্রিয়করণ আক্রান্তের সংখ্যা ১৫১৩ আক্রান্ত হয়েছেন ৪৫ জন।
আরও পড়ুন--


তবে হঠাৎ করেই বন্ধ করা হবে না বলে সূত্রে জানা গিয়েছে। প্রথম দিন প্রচার করা হবে এবং তার সঙ্গে জারি করা হবে সরকারি বিজ্ঞপ্তি। এরপর ১০দিন পরে রিভিউ করা হবে এবং তার পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে জানা গিয়েছে। শুধুমাত্র উত্তর ২৪ পরগনা জেলাতেই নয়; এই পরিস্থিতি হতে পারে কলকাতাতেও।

এবারে জেনে নিন এই লকডাউনে কি কি খোলা থাকতে পারে, জেলা প্রশাসনের প্রস্তাব অনুযায়ী, অফিসে কর্মীর উপস্থিতি হার থাকবে ২০ শতাংশ। আগের মত চালু থাকবে জরুরী পরিষেবা। এছাড়াও পুরোপুরিভাবে বন্ধ থাকবে ধর্মীয় স্থান গুলি, বিমান চলাচল, রেস্টুরেন্ট এবং বিনোদনের জায়গা। তবে যারা বাইরে যাবেন তাদের জন্য মাক্স পরা এবং সোশ্যাল ডিস্ট্যান্স বজায় রাখা বাধ্যতামূলক থাকবে।

আরও দেখুন--

Post a Comment

Previous Post Next Post