গালওয়ান সংঘাতে ২০ শহিদ জওয়ানের কাহিনি নিয়ে ছবি করবেন অজয় দেবগণ

গালওয়ান সংঘাতে ২০ শহিদ জওয়ানের কাহিনি নিয়ে ছবি করবেন অজয় দেবগণ

সার্বভৌম সমাচার : পূর্ব লাদাখের গালওয়ানে ১৫ জুন ইন্দো-চিন সংঘর্ষে ভারতীয় তরফে ২০ জওয়ান শহিদ হন। গালওয়ান এই সংঘর্ষ নিয়ে এবার সিনেমা তৈরি করতে চলেছেন অজয় দেবগণ। এই সিনেমার চিত্রনাট্যে জওয়ানদের আত্মত্যাগের কাহিনীই ফুটিয়ে তোলা হবে। এই সিনেমা প্রযোজনা করবে অজয় দেবগণ ফিল্মস। এর আগে অজয় দেবগণ ট্যাঙ্গো চার্লি, এলওসি কার্গিল, তানহাজি দা আনসাং হিরোতে দেশপ্রেমীর চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগণ।

আরও পড়ুন--

ভারতের জাতীয় ফুটবল দলের কোচ সৈয়দ আবদুল রহিমের কাহিনী অবলম্বনে তৈরি ময়দান মুক্তি পাবে আগামি বছর ১৩ অগাস্ট ওটিটি প্লাটফর্মে। বনি কাপুর প্রযোজিত এই ছবিতে রুদ্রনীল ঘোষ অভিনায় করেছেন। এই ছবির প্রেক্ষাপট বাংলা হলেও ছবিতে বাংলা ভাষার ব্যাবহার করা হয়নি। ভাষা আন্দোলনের কর্মীরা এই অভিযোগ তুলে সরব হয়েছেন। হিন্দি ছাড়াও তেলগু ও তামিল ভাষায় মুক্তি পেলেও বাংলা ভাষায় মুক্তি পাচ্ছে না এই ছবি। আর বাংলার ভাষা আন্দোলনের কর্মীরা এখানেই আপত্তি তুলেছেন।


আরও দেখুন--

Post a Comment

Previous Post Next Post