ভয়াবহ ভূমিকম্প! সুনামির আতঙ্ক গোটা এলাকায়

ভয়াবহ ভূমিকম্প! সুনামির আতঙ্ক গোটা এলাকায়
সার্বভৌম সমাচার : ভয়াবহ ভূমিকম্প! কেঁপে উঠল ইন্দোনেশিয়া! সুনামির আতঙ্ক গোটা এলাকায়প্রবল ভূমিকম্প ইন্দোনেশিয়ায়। ভূকম্পনের কেন্দ্র ছিল মাটি থেকে অন্তত ৫২৮ ফুট নীচে।

মঙ্গলবার ইন্দোনেশিয়ার জাভা দ্বীপ ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে। কম্পনের প্রাবল্যের কারণে সুনামির আশঙ্কা ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। মঙ্গলবার সকাল ৯টা ৪৫ মিনিট নাগাদ তীব্র কম্পন অনুভূত হয় দক্ষিণপূর্ব বালির ৮০০ কিলোমিটার অভ্যন্তরে। রিখটার স্কেল ৬.৬ ভূমিকম্পের মাত্রা ছিল।


আরও পড়ুন--

কম্পনের তীব্রতার কারণে সুনামির আশঙ্কা ছড়িয়ে পড়ে। তবে দ্য ব্যুরো অফ মেটেরোলজির তরফে জানানো হোয়েছে, সুনামির কোনও সম্ভাবনা নেই। এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও জীবনহানী বা ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

মাটি থেকে ৫২৮ ফুট নীচে ভূকম্পনের কেন্দ্র ছিল। মার্কিন জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট অনুযায়ী, এদিন জাভার কেন্দ্রে অবস্থিত, বাতাং উপকূলে পড়ো প্রবল কম্পন অনুভূত হয়। উল্লেখ্য, ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরের রিং অফ ভলক্যানো-র ওপর অবস্থিত হওয়ার কারণে ইন্দোনেশিয়া বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ এলাকা।

আরও দেখুন--

Post a Comment

Previous Post Next Post