ট্রাক লোডিং আনলোডিং শ্রমিকদের রক্তদান শিবিরে রক্ত দিলেন মহিলা শ্রমিকেরা

ট্রাক লোডিং আনলোডিং শ্রমিকদের রক্তদান শিবিরে রক্ত দিলেন মহিলা শ্রমিকেরা

সার্বভৌম সমাচার, বনগাঁ : আজ ভারত বাংলাদেশ সীমান্ত পেট্রাপোল লোডিং আনলোডিং শ্রমিকদের পক্ষ থেকে আয়োজিত রক্তদান শিবির অনুষ্ঠানে রক্ত সংগ্রহ করতে আসেন বনগাঁ মহকুমা ব্লাড ব্যাংকের চিকিৎসকরা।

এই রক্তদান শিবিরে ৫০ জন রক্ত দান করেন। বনগাঁ মহকুমার বিভিন্ন জায়গা থেকে আসা মহিলা বিড়ি শ্রমিকরাও রক্তদান করেন। রক্তদান শিবির এর পাশাপাশি বিভিন্ন রকম সচেতনতামূলক বিষয় লক্ষ্য করা গেছে।




আরও পড়ুন--

রক্তদান শিবিরে বক্তব্যকালে বনগাঁর প্রাক্তন বিধায়ক বলেন। শ্রমিকদের পাশে আমি সব দিন আছি তিনি আরো বলেন শ্রমিকদের কোনো রকম কোনো সমস্যা হতে দেব না কন্টেনারের মাধ্যমে রপ্তানি হলেও স্থলবন্দরে তার কোনো প্রভাব ফেলতে দেবোনা।

এমনকি শ্রমিকদের ছেলেমেয়েদের পড়াশোনার বিষয় নিয়েও তিনি বলেন কারোর কোনরকম পড়াশোনায় অর্থনৈতিক সমস্যা হলে সে বিষয়টি আমি আমার নিজের সন্তানের মত করে সামলে নেব।


আরও দেখুন--

Post a Comment

Previous Post Next Post