সার্বভৌম সমাচার, বনগাঁ : রাতের অন্ধকারে অভিনব কায়দায় ভারত-বাংলাদেশ সীমান্তের পেট্রাপোল লাগোয়া ঘোনার মাঠ এলাকা দিয়ে বাংলাদেশে পাচারের আগে ধরে ফেলল ঘোনার মাঠের ১৫৮ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ-এর জওয়ানরা।
জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে সীমান্তরক্ষী বাহিনীর একটি তদন্তকারী টিম মধ্যরাতের দিকে ইছামতী নদীতে পৌঁছায়। এরপর প্রায় দুই তিন ঘন্টা ধরে ইছামতি নদীতে তল্লাশি চালানোর পর সন্দেহজনক ভাবে ভাসমান কিছু জিনিস দেখতে পান তারা। নৌকা নিয়ে ভাসমান ওই বস্তুগুলির দিকে এগোতে গেলে স্রোত হীন নদীতে আরও সরতে থাকে।
এরপর বিএসএফ –এর জওয়ানরা ওই ভাসমান বস্তুর কাছে গিয়ে তা খুলে দেখেন তার মধ্যে ফেন্সিডিল রয়েছে। সে গুলি জলের মধ্যে কচুরিপানা দিয়ে ঢেকে দিয়ে ইছামতী নদীতে ভাসিয়ে দিয়েছিল চোরাকারবারীরা। উদ্ধারকৃত মালের বর্তমান বাজারমূল্য ৩,০৪,৩০৮ টাকা। উদ্ধারকৃত মালগুলো শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।
আরও দেখুন--
জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে সীমান্তরক্ষী বাহিনীর একটি তদন্তকারী টিম মধ্যরাতের দিকে ইছামতী নদীতে পৌঁছায়। এরপর প্রায় দুই তিন ঘন্টা ধরে ইছামতি নদীতে তল্লাশি চালানোর পর সন্দেহজনক ভাবে ভাসমান কিছু জিনিস দেখতে পান তারা। নৌকা নিয়ে ভাসমান ওই বস্তুগুলির দিকে এগোতে গেলে স্রোত হীন নদীতে আরও সরতে থাকে।
আরও পড়ুন--
এরপর বিএসএফ –এর জওয়ানরা ওই ভাসমান বস্তুর কাছে গিয়ে তা খুলে দেখেন তার মধ্যে ফেন্সিডিল রয়েছে। সে গুলি জলের মধ্যে কচুরিপানা দিয়ে ঢেকে দিয়ে ইছামতী নদীতে ভাসিয়ে দিয়েছিল চোরাকারবারীরা। উদ্ধারকৃত মালের বর্তমান বাজারমূল্য ৩,০৪,৩০৮ টাকা। উদ্ধারকৃত মালগুলো শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।
আরও দেখুন--
Tags:
জেলার খবর