জলে ডুবে মৃত্যু হল দুই বোনের


জলে ডুবে মৃত্যু হল দুই বোনের

সার্বভৌম সমাচার, গোসাবা : জলে ডুবে মৃত্যু হল দুই বোনের। মৃতদের নাম সাথি মন্ডল(৬), তিথি মন্ডল(৪)। ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার গোসাবা থানার বিরাজনগর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে বালি-২ অঞ্চলের বিরাজনগর গ্রামের বাসিন্দা কার্ত্তিক মন্ডল। তার দুই মেয়ে ছয় বছরের সাথি মন্ডল ও চার বছরের তিথি মন্ডল। বেশ কয়েক মাস আগে পারিবারিক কারণে কার্ত্তিক মন্ডল তার স্ত্রী ও দুই নাবালিকা মেয়েকে ফেলে রেখে চলে যায়।

আরও পড়ুন--

এরপর কার্ত্তিক মন্ডলের স্ত্রী দুই মেয়েকে মানুষ করে তুলছিল। দুই বোন সাথি ও তিথি আপন মনে বাড়ির সামনে খেলাধূলা করছিল। খেলার ছলে হঠাৎই ছোট বোন তিথি মন্ডল পুকুরে পড়ে যায়। আর পুকুরে জলে তিথিকে তলিয়ে যেতে দেখে দিদি সাথি মন্ডল পুকুরে ঝাঁপিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে পুকুরের জলে তলিয়ে যায় দুই বোন।

এদিকে সাথি ও তিথিকে অনেকক্ষণ দেখতে না পেয়ে তার মা খোঁজাখুজি শুরু করে। সন্ধ্যার মুখে দেখতে পায় পুকুরের জলে ভেসে উঠেছে দুই বোন। স্থানীয় মানুষজন দুইজনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী। পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। তবে কিভাবে এমন ধরনের ঘটনা ঘটলো সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।


আরও দেখুন--

Post a Comment

Previous Post Next Post