নেটফ্লিক্স এ অ্যাকাউন্ট থাকলে সাবধান, ফাঁকা হয়ে যেতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্ট


নেটফ্লিক্স এ অ্যাকাউন্ট থাকলে সাবধান, ফাঁকা হয়ে যেতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্ট

সার্বভৌম সমাচার : সাইবার ক্রাইমের সিকার গোটা বিশ্ব। ভারতেও ক্রমশ বাড়ছে হ্যাকারদের অ্যাটাক। নেটফ্লিক্সকে এবার হ্যাকারদের নিশানা করলো।

এবার নেটফ্লিক্সএ ফিশিং অ্যাটাক এর মাধ্যমে গ্রাহকদের ক্রেডিট কার্ডের তথ্য হাতিয়ে নিচ্ছে হ্যাকাররা। ফিশিং অ্যাটাক সাইবার অ্যাটাকের মধ্যে সবথেকে ভয়ঙ্কর অ্যাটাক। ফিশিং অ্যাটাকে হ্যাকাররা আসল ওয়েবসাইট এর আবিকল একটি ভুয়ো পেমেন্ট পেজ তৈরি করে গ্রাহক দের সমস্ত ব্যাঙ্কিং ডিটেলস চুরি করে নেয়।

এবার ফিশিং স্ক্যামের শিকার হলো জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স।একটি সাইবর সিকিউরিটি এজেন্সি দাবি করেছে, নেটফ্লিক্স অনলাইন পেমেন্ট করার সময় ইমেলের মাধ্যমে কিছু ব্যবহারকারীর পেমেন্ট ফেলে বা ক্যানসেলের নোটিফিকেশন পেয়েছেন।


আরও পড়ুন--

আর এই মেইল দেখে গ্রাহকরা পেমেন্ট লিঙ্কে ক্লিক করে হ্যাকারদের ফাঁদে পা দিচ্ছেন। আর এই ভুয়ো লিঙ্ক ক্লিক করার পরে গ্রাহকরা পৌঁছে যাচ্ছে নেটফ্লিক্সের একটি ক্লোন ওয়েবসাইটে। সেখানে ইউজারকে নেটফ্লিক্সের লগইন ডিটেলস আর ক্রেডিট কার্ড ডিটেলস এন্ট্রি করতে হচ্ছে।

এরপরই হ্যাকারদের ফাদে পরে গ্রাহকরা তাদের সর্বস্য খোয়াচ্ছেন। গ্রাহকরা তফাত করতে পারছেন না আসল আর ভুয়ো ওয়েবসাইটের মধ্যে। এই ভুয়ো নেটফ্লিক্সের ওয়েবসাইটেরও আসল ওয়েবসাইটের মতো রয়েছে ক্যাপচা। Need Help, Facebook Login, এর মতো কিছু অপশন রয়েছে এই ভুয়ো ওয়েবসাইটে যা আসল নেটফ্লিক্স ওয়েবসাইটে থাকে না।


আরও দেখুন--

Post a Comment

Previous Post Next Post