মুসলিম গোষ্ঠীর বিরোধিতায় নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যারে 'রাম'-এর ছবি ডিসপ্লে হবে না

মুসলিম গোষ্ঠীর বিরোধিতায় নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যারে 'রাম'-এর ছবি ডিসপ্লে হবে না

সার্বভৌম সমাচার : নিউ ইয়র্কের বিখ্যাত টাইমস স্কোয়্যারের বিলবোর্ডে ৫ অগাস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজো চলাকালীন ভগবান রামের ছবি ফুটে ওঠার কথা ছিল৷ এই ব্যবস্থা করেছিল একটি মার্কিন বিজ্ঞাপন সংস্থা৷ কিন্তু মার্কিন মুলুকের কয়েকটি মুসলিম গোষ্ঠীর বিরোধিতায় আপাতত বাতিল হল এই পরিকল্পনা৷

টাইমস স্কোয়্যারের ১৭০০ বর্গফুটের ডিজিটাল বিলবোর্ডটি বিশ্বের সবচেয়ে বড় ডিজিটাল বিলবোর্ড৷ কিছু হিন্দু গোষ্ঠী টাইমস স্কোয়্যারের ওই বিলবোর্ডে রামের ছবি ডিসপ্লে-র জন্য ব্যবস্থা করেন৷ মার্কিন মুলুকের একটি মুসলিম গোষ্ঠীর অভিযোগ, এর জন্য নিউ ইয়র্কের মেয়র, সেনেটরের উপর চাপ দেয় দক্ষিণপন্থী হিন্দু গোষ্ঠী৷



আরও পড়ুন--

টাইমস স্কোয়্যারে সুত্রে জানানো হয়, রামের ছবি ডিসপ্লে-র পরিকল্পনা ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে পারে৷ একারণে মুসলিম সংগঠনগুলি একটি পিটিশনও দাখিল করে ৷ এর ফলে টাইমস স্কোয়্যারে ডিজিটাল বিজ্ঞাপনের দায়িত্বে থাকা ওই সংস্থাটি বিলবোর্ডে রামের ছবি ডিসপ্লে-র পরিকল্পনা বাতিল করেছে৷


আরও দেখুন--

Post a Comment

Previous Post Next Post