ঈশিতা সাহা : ঘটনাটি মান্তাদাড়ি গ্রাম পঞ্চায়েতের বেলাকোবা রেঞ্জের গৌরীকন বন দপ্তেরর ষোলডাঙ্গা গ্রামে ।মাঝরাতে গ্রামে ঢুকে গাছের সব কাঁঠাল খেয়ে হঠাৎই সকালে রহস্যময় মৃত্যু হল এক পূর্ণবয়স্ক দাঁতালের।
স্থানীয় সূত্রে খবর, বুধবার ওই এলাকায় প্রচণ্ড ঝড় বৃষ্টির
মধ্যে হঠাৎ করে হাতে টি গ্রামের মধ্যে ঢুকে পড়ে। সেখানে একাধিক বাড়ির কাঁঠাল খেয়ে
রাতভর অত্যাচার করে গ্রামবাসীদের। কিন্তু পর দিন সকালে হাতিটির মৃতদেহ চোখে পরে এলাকাবাসীর। এরপর বৃহস্পতিবার
সকালে ঘটনাস্থলে এসে রেঞ্জের কর্মীরা মৃত হাতিটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তে নিয়ে
যায়।
গ্রামবাসীরা জানায়, দাঁতালটি প্রায় দিনই গ্রামে ঢুকে পড়তে।
গ্রামে ঢুকে ঘরবাড়ি ভাঙচুর থেকে শুরু করে ফসল নষ্ট করা এমনকি মানুষ মারারও অভিযোগ
জানায় অনেকে। বৈকুন্ঠপুর বন বিভাগ থেকে জানা যায় মৃত হাতিটির বয়স আনুমানিক ৪৫ বছর।
বেলাকোবা রেঞ্জের লীলা রায় বলেন, "ময়না তদন্তের পরই হাতিটির মৃত্যুর কারণ জানা যাবে।" কিন্তু এদিন দাঁতালের মৃত্যুর পর এলাকায় চাঞ্চল্য ছড়ায়। হাতিটির আচমকা মৃত্যু নিয়ে প্রশ্ন উঠেছে। বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে নাকি অতিরিক্ত কাঁঠাল খাওয়ার ফলে হাতির মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে বনকর্মীরা।