অম্লিতা দাস : নোট ছাপানোর পরিকল্পনায় নেই সরকারের, জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কোভিডের ধাক্কায় প্রায় ডুবে যাওয়া অর্থনীতিকে সবল করতে নোট ছাপিয়ে গরিব মানুষের মধ্যে দেওয়ার কথাও বলেছিলেন বেশ কিছু অর্থনীতিবিদ। সরকারের এমন কোনো উদ্দেশ্য নেই বলেই জানালেন অর্থমন্ত্রী।
কোভিডের ফলে আগের বছর থেকেই মন্দায় ভাসছে অর্থনীতি। গত বছর জিডিপির ৭.৩ শতাংশ সঙ্কোচনও ঘটেছে। তবে অর্থমন্ত্রীর কথায়, অর্থনীতির ভিত শক্ত। লকডাউন ওঠার সাথে সাথেই সবলও হচ্ছে নাকি অর্থনীতি।
'বিয়ে করছি না' জানালেন ঋতাভরী
নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ও নোট ছাপানোর সুপারিশ করেছিলেন তবে সরকারের মতে টাকা ছাপিয়ে দেওয়া হলে তা সঞ্চয়ের খাতায় থাকবে। মঙ্গলবার অর্থমন্ত্রী সমস্ত মন্ত্রক ও রাষ্ট্রায়ত্ত সংস্থাকে ৪৫ দিনের মধ্যে ছোট- মাঝারি শিল্পকে বকেয়া মিটিয়ে দেওয়ার কথা বলেছেন।
কোভিডের ফলে ছোট- মাঝারি শিল্পের বেশ কিছু ক্ষতি হয়েছে। আদিত্য বিড়লা গোষ্ঠীর চেয়ারম্যানের মতে এইবার অর্থনীতিকে ঠিক করতে দরকার এক উপযুক্ত পরিকল্পনা।

