ফের রাজনৈতিক মহলে দেখা মিলবে নুসরাত জাহানের

Nusrat-Jahanar-will-meet-on-the-political-place

ঈশিতা সাহা : বিগত বেশ কিছুদিন ধরে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে নানা ধরনের সমালোচনা ও মন্তব্যের মুখে পড়তে হয়েছিল নুসরাত জাহানকে। স্বামী নিখিলের সঙ্গে বৈবাহিক সম্পর্ক বিচ্ছেদ, পুত্র সন্তানের জন্ম ও অভিনেতা যশ এর সঙ্গে তার মেলামেশাকে কেন্দ্র করে তীব্র মন্তব্যের শিকার হতে হয়েছে অভিনেত্রীকে। তবে এবার হয়তো নিজের আসল কাজে ফিরতে চলেছেন নায়িকা। শেষবার বিধানসভা উপনির্বাচন ভোট প্রচারে দেখা গিয়েছিল তাকে। তারপর জীবনের টালমাটাল পরিস্থিতি সামলাতে রাজনৈতিক মহলে আর দেখা মেলেনি সাংসদ নুসরাতের। তবে এবার থেকে হয়তো দেখা মিলবে।

ম্যান মেড ফ্ল্যাডের পরিস্থিতি খতিয়ে দেখতে আজ আকাশপথে পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আজ বসিরহাটে বৈঠকে বসবেন তৃণমূল কংগ্রেস সাংসদ নুসরাত জাহান বলে জানা গেছে। পাশাপাশি হিঙ্গলগঞ্জ কলেজের পরিচালন সমিতির একটি বৈঠকেও যোগ দেওয়ার কথা তার। বসিরহাটের সাংসদ হওয়ার জন্য তিনি ওই পরিচালনা কমিটির সদস্য। এদিকে দীর্ঘদিন পর তিনি আবার রাজনৈতিক কাজে ফিরেছেন, সেজন্য তার নিরাপত্তার ওপর জোর দিয়েছে পুলিশ প্রশাসন।

জলে তলিয়ে গেল শিশুর দেহ, নিথর দেহ নিয়ে এলেন বাবা

আজ বৈঠক সম্পন্ন হলে জানা যাবে রাজনৈতিক জীবনে ফিরে এসে নুসরাতের অভিজ্ঞতার কথা। তবে ব্যক্তিগত জীবনের নানান সমস্যার পরও তিনি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট একটিভ থেকেছেন। প্রতিনিয়ত ছবি পোস্ট, ও ভিডিও শেয়ার করেছেন। সে কারণে একাধিকবার নেটিজেনদের ইতিবাচক সমান নেতিবাচক মন্তব্যের শিকার হতে হয়েছে সাংসদ নুসরাতকে। এবারে  রাজনৈতিক মহলে কতটা চর্চায় থাকেন তিনি সেটাই দেখার বিষয়।

Post a Comment

Previous Post Next Post