লোকাল ট্রেন চলাচলের প্রথম দিনেই মাস্কহীন বেপরোয়া যাত্রীদল

Reckless-passengers-without-masks-on-the-first-day-of-local-train-service


ঈশিতা সাহা : প্রায়  ছয় মাস পর লোকাল ট্রেন চলাচলের চূড়ান্ত সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আজ থেকেই চলতে শুরু হলো লোকাল ট্রেনের চাকা। এদিকে প্রথম দিনই দেখা মিলল একাধিক মাস্কহীন যাত্রীর। হাওড়া স্টেশনে চলছে করাকরি। মাস্ক না পরায় যাত্রী পিছু ২০০ টাকা জরিমানা করে রেল কর্তৃপক্ষ।

কুপিয়ে খুন স্ত্রীকে, তারপর নিজেই ১০০ নম্বরে ডায়াল! চাঞ্চল্য মনোহরপুকুর এলাকায়

এদিকে গড়িয়া স্টেশনে আপ ট্রেনের তুলনায় ফাঁকা ডাউন ট্রেন গুলি। আবার বর্ধমান স্টেশনে বর্ধমান-রামপুরহাট শাখার ট্রেনে ধরা পড়ল বেনিয়মের ছবি। ট্রেনে দুটি আসনের মাঝে নেই কোনও ক্রস চিহ্ন। রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন যাত্রীরা। অন্যদিকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন পরিষেবা চালু হওয়ার প্রথম দিনই সোনারপুর স্টেশনে উপচে পড়ল ভিড়। রবিবার দিনেও ফাঁকা নেই একটি সিট। হাওড়া স্টেশনেও লোক লোকালয়।

অবশেষে অভিষেকের জনসভার অনুমতি দিল ত্রিপুরা হাইকোর্ট, তৃণমূলের প্রত্যাবর্তন করতে পারেন রাজীব

তবে দীর্ঘ সময়ব্যাপী লোকাল ট্রেন পরিষেবা বন্ধ হওয়ার কারণে বহুবিধ সমস্যায় পড়তে হয়েছে সাধারণ মানুষকে। মেট্রো  কার্ডের পরিষেবা থাকলেও লোকাল ট্রেনেই সাধারণ মানুষের ভরসা। অবশেষে ফের নিয়মিত চলাচল শুরু হলে খুশি মহানগরবাসি।

Post a Comment

Previous Post Next Post