সমাচার ওয়েবডেক্স : রাজ্যে ক্রমাগত সিবিআই এবং ইডি হানার দরুন বাংলার অর্থনীতির ধসের দাবি করেছেন রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও চন্দ্রিমা ভট্টাচার্য। তাদের মতে এই ধরনের অভিযানের ফলে বিপর্যস্ত হতে পারে কর্মসংস্থানের ,বিনিয়োগ আর ব্যবসার।
গার্ডেনরিচে এক পরিবহন ব্যবসায়ীর বাড়ি থেকে কোটি টাকা উদ্ধারে তিনি এই ধরনের মন্তব্য শোনা গেল রাজ্যের এই দুই মন্ত্রীর মুখে। শনিবার ববি হাকিম বলেন "একের পর এক ইডি হানার পিছনে বাংলার অর্থনীতি ভেঙে দেওয়ার একটি চক্রান্ত আছে। ব্যবসায়ীরা আতঙ্কিত।"
তার এই মন্তব্য কে সমর্থন জানিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন রাজ্যে যে শিল্প বিনিয়োগ এর পরিবেশ তৈরি হয়েছে তাতে অনেকটাই উপকূলতার কাজ করছে এই ধরনের অভিযান। এতে কর্মসংস্থানে সাড়া পাওয়া ভবিষ্যতে অনিশ্চিত বলে মনে করছেন তিনি।
তবে তৃণমূলের এই দুই নেতার মন্তব্য কে ভালো চোখে দেখেননি বিরোধীরা। বিজেপি সহ-সভাপতি দিলীপ ঘোষ আমাদেরকে জানান" ব্যবসায়ীর বাড়ি থেকে টাকা উদ্ধার হচ্ছে তাতে ওনারা এত চিন্তিত কেন?"
কাঁথিতে এদিন বিজেপির এক সভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও তাদেরকে কটাক্ষ করতে ছাড়েনি। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীও ববি হাকিম কে কটাক্ষ করে বলেন "গার্ডেনরিচে যে পরিবহন ব্যবসায়ীর কাছে কোটি কোটি টাকা পাওয়া গিয়েছে, তাতে প্রাক্তন পরিবহন মন্ত্রীর চিন্তার কারন কোথায়?"।
তবে বিরোধীদের এহনো মন্তব্যকে আমল দিতে নারাজ ফিরহাদ হাকিম। সবমিলিয়ে আবারও উত্তেজনা সৃষ্টি হয়েছে রাজ্য ও রাজনীতিতে।