বনগাঁর পুজো মণ্ডপ পরিদর্শন করলেন নতুন পুলিশ সুপার জয়িতা বসু

New-Superintendent-of-Police-Jayita-Bose-visited-Bangaon-puja-mandap

প্রতিনিধি, বনগাঁ : নিয়মবিধি স্মরণ করাতে বনগাঁ শহরের সমস্ত পুজো মন্ডপ পরিদর্শন করলেন বনগাঁর পুলিশ সুপার জয়িতা বাসু সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।

মন্ডপে অগ্নি নিষ্কাশন ব‍্যবস্থা থেকে শুরু করে দমকলের একাধিক নিয়মাবলী সঠিকভাবে মানা হচ্ছে কিনা সহ ভিড় নিয়ন্ত্রনের জন্য যথাযথ ব্যবস্থা আছে কিনা তা খতিয়ে দেখতে বনগাঁ শহরের একাধিক মন্ডপ পরিদর্শন করেন।

করোনা আবহে গত দু'বছর করোনাবিধি মেনে দুর্গাপুজোর আয়োজন করতে হয়েছিল পুজো কমিটিগুলোকে। এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। গত দুবছর করোনা পরিস্থিতিতে বনগাঁর দুর্গাপূজার জৌলুস হারিয়েছিল তবে এবছ‍র পুজো উদ‍্যোক্তারাও পুজো মন্ডপে সাধরণ মানুষকে বিভিন্ন থিম এর মাধ্যমে বিশেষ আকর্ষণ রেখেছে।

তা দেখে মন্ডপ গুলিতে ভিড় বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুজোর বাকি আর মাত্র কিছুদিন। আর সেজন‍্য বনগাঁ শহরে জুড়ে চলছে মন্ডপ তৈরির শেষ মুহুর্তের কাজ।

Post a Comment

Previous Post Next Post