বামফ্রন্ট এর দুর্নীতির অভিযোগ তুলে পোস্টার

Poster-accusing-Left-Front-of-corruption

প্রতিনিধি, গাইঘাটা : বামফ্রন্ট এর দুর্নীতির অভিযোগ তুলে  একাধিক জায়গায় পোস্টার। ঘটনাটি উত্তর ২৪ পরগণার গাইঘাটা থানার অন্তর্গত ধর্মপুর সমবায় সমিতির।

বুধবার গাইঘাটা থানার অন্তর্গত ধর্মপুর সমবায় সমিতির দুর্নীতির অভিযোগ তুলে সমবায় সমিতির আশেপাশে একাধিক জায়গায় পোস্টার লাগিয়ে দেয় স্থানীয়রা।

এই বিষয় নিয়ে এলাকাবাসী উত্তম মিস্ত্রি কাছে প্রশ্ন করলে তিনি ক্ষোভ উপড়ে দেয়। তিনি জানায় দীর্ঘদিন ধরে সমবায় সমিতি তে দুর্নীতি হয়ে এসেছে  এবং সমবায় সমিতির পরিচালন সমিতি বামফ্রন্ট দ্বারা নিয়ন্ত্রিত।

দীর্ঘদিন ধরে কোন অডিট হয় না এই সমবায় সমিতিতে। সাধারণ মানুষের টাকা তসরুপ করছে যারা এই পোস্টার লাগিয়ে খুব ভালো করেছে। এমনটাই মন্তব্য সাধারণ মানুষের । 

অন্যদিকে, সমবায় সমিতির কর্মকর্তাদের সাথে কথা বলতে গেলে তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি কোন কথা বলতে রাজি নয় এমনটাই জানান।

Post a Comment

Previous Post Next Post