এপিডিপিআর এর শাখা সভাপতিকে খুনের চেষ্টার অভিযোগ গাইঘাটা ব্লক এলাকায়

Alleged-attempt-to-kill-APDPR-branch-president-in-Gaighata-block-area

পারিজা পাঠক, চাঁদপাড়া : মানব অধিকার সংগঠন এপি ডি পি আর এর গাইঘাটা ব্লকের চাঁদপাড়া শাখার সভাপতি কে গুলি করে খুন করার চেষ্টার অভিযোগ উঠলো। অভিযোগকারী সভাপতি নন্দদুলাল দাস বাবুর বাড়ি খোদ চাঁদপাড়া তেই।

ঘটনা সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার রাত ১০:১৫ নাগাদ চাঁদপাড়া স্টেশন থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় আচমকাই বাইকে করে এসে পেছন থেকে  গুলি ছোড়া হয়। যদিও গুলি লক্ষভ্রষ্ট হওয়ার কারণে প্রাণে বেচেঁ গেছেন নন্দলাল বাবু। অভিযুক্ত দুষ্কৃতীদের ধরতে তৎপর হয়েছে পুলিশ ও ঘটনার তদন্ত শুরু হয়েছে। 



 

Post a Comment

Previous Post Next Post