অস্তিত্ব
অস্তিত্ব কার কেনো এই শব্দের মধ্যে অনেক কথা কিছু লুখিয়ে আছে। এক এক জন তার মতো করে ভাবেন। আমরা হয়তো ভাবছি বা ভাবি এই ধরুন এতো টাকা দিয়ে প্রতিমা তৈরি হয় আবার তাকে বিসর্জন দেওয়া হয়, এখানে কার লাভ বা কারক্ষতি এসব কথায় আসছিনা।
এটা যদি এমন হয় প্রতিমা শিল্পী কত সুন্দর করে তৈরি করছেন সেগুলিকে জলে ধুইয়ে নদীতে দেওয়া হলো আমরা এটা ভাবিকি এই প্রতিমা বানানোর যে কাচাচা মাল লাগছে তা সবটাই নষ্ট হচ্ছে একেকি আমরা কোনো ভাবে ফেলে না দিয়ে সংগ্রহ করতে পারিনা কি। প্রতিমার অস্তিত্বের কথা সবসময় ভূলে থাকি কখনো ভাবিনা এটাই করি যেটা করে চলেছি।
কিছু মানুষ কাগজ কাঠ এমন ধরনের ছোটো প্রতিমা সম্পর্কে ভেবে নতুন আকর্ষণীয় কিছু জিনিস তৈরি শুরু করেছে এখানে শিল্পি, ব্যাববসাদার বা যে কিনছে এরা কেউ কিন্তু অস্তিত্বের কথা ভাবেন না। মুষ্টিমে কিছু লোক তাদের Creative activities করতে এসব করছেন হয়তে।
আমরা যেমন প্রতিটি জিনিসের প্রতি নিজের অস্তিত্বের একটা পতাকে পুততে। আমরা কি করি বা কতটুকু কাজ একটু চিন্তা ভাবনা করে করি এটা ভাবলে আমাদের উওর আমরা পাবো। শোনাযায় অনেকের মুখে মুখে আমাদের শ্রদ্ধেও অবদুল কালাম স্যার বলেছেন আমরা যা বুদ্ধি কাজে লাগাই আমাদের মাথার ০০০০.....১% ও নয়, যারা বিজ্ঞানী তারা ০......১% ব্যবহার করে থাকেন।