চক্রান্ত করে বদনাম করার চেষ্টা করা হচ্ছে - শংকর আঢ্য

Conspiracy-is-being-tried-to-defame-Shankar-Aadhya

প্রতিনিধি, বনগাঁ : বিরোধী দল থেকে রাজনৈতিকভাবে চক্রান্ত করে আমার এবং আমার পরিবারকে কালিমালিপ্ত করা হচ্ছে। এমনই অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করলেন বনগাঁর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শংকর আঢ্য।

উল্লেখ্য, বৃহস্পতিবার বনগাঁর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শংকর আঢ্যর ছেলে শুভ আঢ্য এবং তাঁর মামা অমিত ঘোষকে ডিয়ারআই গ্রেফতার করেছে এমন ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। 

সূত্রে জানা গিয়েছে, ৪ কেজি সোনা বাজেয়াপ্ত মামলায় তৃণমূল নেতার শ্যালককে জেরা করা হয়। তাঁকে জেরা করেই বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর ছেলে শুভ আঢ্যকে গ্রেফতার করা হয়েছিল। বৃহস্পতিবার দু'জনকেই বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। যদিও সঠিক প্রমান না পাওয়ায় পড়ে জামিনে মুক্তি পেয়েছেন দুজনেই।

শুক্রবার সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই সাংবাদিক সম্মেলন করেন তৃনমূল নেতা শঙ্কর আঢ্য। সেখানে তিনি বলেন, রাজনৈতিকভাবে চক্রান্ত করে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। স্থানীয় কিছু বিরোধী রাজনৈতিক মানুষ চক্রান্ত করে মিথ্যা কথা বলছে আমাদের বিরুদ্ধে। যদিও আগেও চক্রান্ত হয়েছে ৷

প্রসঙ্গত, এই বিষয়ে বনগাঁর বিজেপি নেতা তথা পুরসভার কাউন্সিলর দেবদাস মন্ডল বলেন, কাজ করবেন উনি। ব্যবসা করবেন উনি। ধরা পড়বে উনার লোক না অন্য লোক? যা হয়েছে তা ডিআরআই বলতে পারবেন৷

Post a Comment

Previous Post Next Post