BANGAON LOCAL : নিত্যযাত্রীদের কথা ভেবেই বনগাঁ থেকে চালু হলো নতুন লোকাল ট্রেন পরিষেবা

A-new-local-train-service-has-been-launched-from-Bangaon-thinking-about-the-commuters

প্রতিনিধি, বনগাঁ : সীমান্ত শহর বনগাঁ স্টেশনের উপর নির্ভর করে কলকাতা মুখী অসংখ্য সাধারণ মানুষ। বনগাঁ-শিয়ালদহ শাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত কয়েক হাজার মানুষ সীমান্ত শহর থেকে কলকাতা মুখী হয় তাদের কর্মস্থলের উদ্দেশ্যে।

নিত্যযাত্রীদের দীর্ঘ দিনের দাবি ছিল ট্রেনের সংখ্যা বাড়ানোর। সেই মতো কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এবং শিয়ালদা ডিভিশন এর ডিআরএম সাহেব এর চেষ্টায় ভারতীয় রেলমন্ত্রকের উদ্দ্যেগে আজ থেকে চালু হলো বনগাঁ-বারাসাত লোকাল।

শনিবার বনগাঁ স্টেশন থেকে প্রথম ১২.২০ নাগাদ ট্রেন চালু হয়। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এবং পূর্ব রেলের ডিআরএম সহ রেলের একাধিক আধিকারিকরা। আপাতত দুটি নতুন ট্রেন চলবে অফিস সময়ে বনগাঁ থেকে বারাসাত। পরবর্তীতে ট্রেনের সংখ্যা বাড়বে বলে আশাবাদী কেন্দ্রীয় মন্ত্রী।

Post a Comment

Previous Post Next Post