Ichamati River : বনগাঁয় ইছামতি সংস্কারের দাবিতে সাংস্কৃতিক প্রতিবাদ সভা

Cultural-protest-meeting-demanding-Ichamati-reform-in-Bangaon

সমাচার ওয়েব ডেস্ক : খরস্রোতা ইছামতি এখন মৃতপ্রায়৷ ইছামতি সংস্কারের দাবিতে একাধিক সংগঠন রাজনৈতিক দল বিভিন্ন সময় সোচ্চার হয়েছেন৷ প্রতিশ্রুতি মিলেছে অনেক কিন্তু বাস্তবে হয়নি কোনো সংস্কার৷ এবার ইছামতি সংস্কারের দাবি নিয়ে সাংস্কৃতিক প্রতিবাদ সভা করলেন কবি সাহিত্যিক শিল্পীরা৷

রবিবার বনগাঁ গোপালনগরে সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে বিভূতিভূষণ ঘাট সংলগ্ন এলাকায় প্রতিবাদ সভা করলেন তাঁরা৷ কেউ গাইলেন গান, কেউ বা বললেন কবিতা৷

অন্যদিকে, এদিন নদীপাড়ের এলাকার বাসিন্দারা সেই সভায় সামিল হয়ে সংস্কারের দাবি জানিয়েছেন৷ বিজ্ঞান ও যুক্তিবাদী মঞ্চের কর্মকর্তা ও সাহিত্যিকরা জানিয়েছেন, 'মুছে যাওয়া ইচ্ছামতির বিভিন্ন প্রান্তে গিয়ে তারা এই প্রতিবাদ সভা চালিয়ে যাবেন৷'

Post a Comment

Previous Post Next Post