Shop Destroyed in Fire : বনগাঁয় ভয়ংকর অগ্নিকাণ্ডে ভস্মীভূত দোকান

A-shop-destroyed-in-a-terrible-fire-in-Bangaon

পূজা সাধুখা, বনগাঁ : ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত পর পর দোকান। ঘটনাটি উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার অন্তর্গত দু নাম্বার রেলগেট এলাকায় ঘটেছে। মঙ্গলবার মধ্যরাতে হঠাৎই আগুন লেগে যায় বলে জানা গিয়েছে। ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকারও বেশি।

এলাকাবাসী অনুমান পাশের একটি চপের দোকান থেকেই আগুন লেগেছে। প্রায় দু'ঘণ্টার চেষ্টায় অবশেষে নিয়ন্ত্রণে আসে আগুন। এ বিষয়ে এক দোকান মালিক অঞ্জন ঘোষ বলেন গতকাল মধ্যরাতে হঠাৎই আগুন লেগে যায়। আমার দোকান সহ আরো বেশ কয়েকটি দোকানে সঙ্গে সঙ্গে খবর পেয়ে ছুটে আসি আমি।

বুধবার সকালে ঘটনার কথা জানতে পেরে পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ সহ আসেন একাধিক পৌর আধিকারিকরা। পৌরপিতা আশ্বাস দেন পৌরসভা থেকে যতটা সম্ভব সাহায্য করে নতুন করে দোকান ঘর তৈরি করে দেওয়া হবে।

এই বিষয়ে বনগাঁ পৌরসভার পৌরপিতা গোপাল শেঠ বলেন, আমরা আমাদের সকল কাউন্সিলরদেরকে নিয়ে সকালবেলায় এলাকা পরিদর্শনে গিয়েছিলাম এখানে বেশ কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে আমরা দেখেছি পৌরসভার পক্ষ থেকে আমরা দোকান ঘরগুলিকে আবার নতুন করে তৈরি করে দেবো এবং পরবর্তীতে তাদের ব্যবসার জন্য যদি কোন আর্থিক সহযোগিতা লাগে বা কোন লোন প্রয়োজন হয় সেটাও আমরা ব্যবস্থা করে দেব।

Post a Comment

Previous Post Next Post