Musician Zubeen Garg : দুর্ঘটনায় মৃত সঙ্গীতশিল্পী জুবিন গর্গ

Musician-Zubeen-Garg-dies-in-accident

সমাচার প্রতিবেদন : জনপ্রিয় অসমীয়া সঙ্গীতশিল্পী জুবিন গর্গ, একটি দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে, এই মর্মান্তিক পরিণতি। তাঁর ভক্তরা গভীর শোকে। সিঙ্গাপুরে নর্থ ইস্ট ফেস্টিভ্যালে অংশ নিতে গিয়েছিলেন জুবিন, যেখানে আজই তার পারফর্ম করার কথা ছিল। বয়স হয়েছিল ৫২। শুধু অসমে নয়, বাংলা এবং বলিউডের সঙ্গীত জগতেও তিনি নিজের বিশেষ ছাপ রেখেছেন। ‘গ্যাংস্টার’ ছবির “ইয়া আলি” গানটি গেয়ে, দেশের সঙ্গীতপ্রেমীদের মন জয় করেছিলেন তিনি।

সূত্রের খবর অনুযায়ী, স্কুবা ডাইভিং করার সময় দুর্ঘটনার কবলে পড়েন জুবিন। এরপর সিঙ্গাপুর পুলিশ তাকে উদ্ধার করে, দ্রুত নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা করা হচ্ছিল। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শোকের ছায়া গোটা দেশের সঙ্গীত জগতেই, শোকস্তব্ধ বলিউড। 

Post a Comment

Previous Post Next Post