সংস্কারের জন্য আজ থেকে বন্ধ আষাড়ু সেতু, খোলা হচ্ছে বিকল্প অস্থায়ী সেতু

From today, the Asharau Bridge closed for renovation

সমাচার ঃ উত্তর ২৪ পরগনার বনগাঁ ব্লক বাগদা ব্লককের মধ্যে সংযোগকারী আষাড়ু সেতুতে সংস্কারের কাজ শুরু হল l আজ রাত থেকে বন্ধ হবে সেতু l

সূত্রের খবর, উত্তর ২৪ পরগনা আষাড়ু কোদালিয়া নদীর উপর অবস্থিত আষাড়ু সেতুর জরাজীর্ণ দশা ছিল দীর্ঘদিন ধরেl সাম্প্রতিক এই সেতু বন্ধ করে সংস্কারের সিদ্ধান্ত নিয়েছিল পূর্ত দপ্তর l মাধ্যমিক পরীক্ষা সমাপ্ত হতেই ব্রিজ সংস্কারের কাজ শুরু করে পূর্ত দপ্তর l

২৭ শে ফেব্রুয়ারি রাত ১২ টার পর থেকে সেতুবন্ধ করে করা করা হবে বলে পূর্ত দপ্তর সূত্রে খবর l গত রবিবার থেকে আষাড়ু ব্রিজের উপর দিয়ে ১২ মেট্রিক টন এর উপরে কোন যানবাহন চলাচল বন্ধ করা হয় l ব্রিজ বন্ধ করে কাজ করলে সমস্যায় পড়তে হবে বাগদা ব্লকের প্রচুর মানুষের l কিন্তু এলাকার বাসিন্দা জানালেন, মাত্র ১১ দিন চলাচল বন্ধ করে যদি সেতু সংস্কার করা হয় তাতেও ভালো। এতদিন সেতুর যা অবস্থা ছিল তাতে যখন তখন বড় সড়ক দুর্ঘটনা ঘটতে পারতো l

সূত্রে জানা গিয়েছে, আষাঢ়ু সেতুটি বনগাঁ বাগদা থানার সংযোগকারী সেতু। কোদালিয়া নদীর উপরে বছর চল্লিশেক আগে এই সেতুটি নির্মাণ করা হয়েছিল৷ সেতুর উপরের বনগাঁ বাগদা সড়ক দিয়ে দৈনিক কয়েক লক্ষ মানুষ যাতায়াত করে৷ আষাঢ়ু, হেলেঞ্চা ,বয়রা বাগদা এলাকার মানুষের বনগাঁ শহর কলকাতা যাওয়ার অন্যতম মাধ্যম বনগাঁ-বাগদা সড়ক৷

দৈনিক বাস, ট্রাক, অ্যাম্বুলেন্স সহ কয়েক হাজার গাড়ি সেতুটির উপর থেকে যাতায়াত করে। সম্প্রতি সেতুটির বেহাল অবস্থায় এলাকার মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। জেলা পরিবহন সংস্থার সদস্য তৃণমূল নেতা গোপাল শেঠ আষাঢ়ু এলাকায় দিদিকে বল কর্মসূচি করতে গেলে তাকে সেতুটির কথা জানায় এলাকার মানুষ। এর পরেই তিনি জেলাশাসককে চিঠি দিয়ে সেতুর কথা জানালে শুরু হয়েছিল সেতু সংস্কারের কাজ।

স্থানীয়দের অভিযোগ সেতুটি সংস্কারের কাজ মাস দুয়েক আগে শুরু হলেও তা চলছে ঢিমে তালে। সেতুর উপর ইমারতি দ্রব্য পড়ে থাকায় দুর্ঘটনা ঘটছে। ব্রিজের উপর থেকে যাতায়াতের পথ সরু হয়ে চলাচলে সমস্যায় পড়ছে নিত্যযাত্রীরা। অভিযোগের বিষয়ে জানাজানি হতেই জেলা পূর্ত কর্মাধ্যক্ষ নারায়ণ গোস্বামী গোপাল সেট সহ এক প্রতিনিধি দল সেতু দিতে গিয়ে ঘুরে দেখে যান। সেতুটি সংস্কারের জন্য রাজ্য সরকার এক কোটি টাকা বরাদ্দ করেছে। ইমার্জেন্সি পরিষেবার জন্য একটি বিকল্প অস্থায়ী সেতু তৈরি করা হচ্ছে।



Post a Comment

Previous Post Next Post