![]() |
তবে এই পরিস্থিতিতে সেখানে শুধুমাত্র জরুরি পরিষেবাই চালু রাখার সিদ্ধান্ত জানিয়েছে ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন (আইবিএ)। আজ রবিবারই সেই সব সিদ্ধান্তের কথা জানিয়েছে আইবিএ।
রবিবার আইবিএ-র তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, সোমবার থেকে দেশের সমস্ত ব্যাঙ্কের সব শাখায় টাকা জমা দেওয়া ও তোলা, চেক জমা দেওয়া, এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠানো ও সরকারি লেনদেন ছাড়া আর অন্য কোন পরিষেবা মিলবে না বলে জানা গিয়েছে। আপাতত এই পরিষেবা চালু রাখা হবে বলেও সূত্রে খবর। আইবিএ সূত্রে খবর, সোমবার শুরু হওয়া এই নিয়মের উপরে পরিস্থিতি বিবেচনা করে রদবদল হলেও হতে পারে।
তবে আইবিএ প্রধান সুনীল মেহতা বলেন, খুব প্রয়োজন না পড়লে গ্রাহকদের ব্যাঙ্কে না যাওয়াই উচিত। অনলাইনে যাবতীয় পরিষেবা মিলবে বলেও তিনি জানিয়েছেন। তবে তিনি আরও বলেন, ব্যাঙ্কের শাখায় শুধুমাত্র জরুরি পরিষেবা চালু থাকলেও, অনলাইনে বাকি সব কিছুই করা যাবে। বিশেষ সূত্রে খবর, ডিজিটাল পরিষেবা সচল রাখতে ইতিমধ্যেই ২৪ ঘণ্টা ব্যাঙ্কের কাজকর্ম জারি থাকবে। কাজ করবে সব এটিএম।