
সমাচার ওয়েব ডেস্ক ঃ করোনা ভাইরাসের সংক্রমণের কারণে ১৭০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করল মোদী সরকার। লকডাউনে স্তব্ধ দেশ, থমকে দেশের অর্থনীতি। এবার নাগরিক পরিষেরা এবং জরুরি পরিস্থিতিতে ত্রাণ তহবিল তৈরি করে মুক্ত হস্তে দান করার অনুরোধ জানিয়েছে মোদী সরকার।
দেশের সংকট মোকাবিলার জন্য নতুন একটি দান তহবিল তৈরি করেছে কেন্দ্রীয় প্রধানমন্ত্রী। তাতে মুক্ত হস্তে দান করারও অনুরোধ জানান প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে আবেদনে জানিয়ে বলা হয়েছে। এই তহবিলে দান করতে হলে সরাসরি অ্যাকাউন্টে টাকা দিতে হবে। দেশের যেকোনও প্রান্ত থেকে এই অ্যাকাউন্টে টাকা দান করা যাবে।
Name of Bank : State Bank of India
Branch : New Delhi Main Branch
Account Number : 2121PM20202
IFSC Code : SBIN0000691
SWIFT Code : SBININBB104
UPI ID : pmcares@sbi
IFSC Code : SBIN0000691
SWIFT Code : SBININBB104
UPI ID : pmcares@sbi
ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিংসহ যেকোনও উপায়ে এই অ্যাকাউন্টে দান করা যাবে। তার সঙ্গে বিশেষ ঘোষণা, এই তহবিলে দান করলে আয়কর ছাড়ের সুযোগ পাওয়া যাবে।