
সমাচার ঃ মহামারী করোনার মোকাবিলার জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে টাকা তুলে দিল বাবা ও মেয়ে। উত্তর ২৪ পরগনার বাগদার পূর্ব হুদার বাসিন্দা সুশীল বিশ্বাস। মাঠে ৮ বিঘা চাষের জমি আছে তার। সঙ্গে তিনি লেবার কনট্রাকেরও কাজ করেন l সাম্প্রতিক সময়ে করোনা মোকাবেলার জন্য মুখ্যমন্ত্রীর আহ্ববানে সাড়া দিয়ে ১ লক্ষ টাকা দান করলেন তিনি l আজ শনিবার কনিয়ার ১ নাম্বার গ্রাম পঞ্চায়েতের অফিসে এসে বনগাঁ এসডিও এবং বাগদার বিডিও- র উপস্থিতিতে ১ লক্ষ টাকার চেক তুলে দেন l এরপরই বাবার কাজ দেখে অনুপ্রাণিত হয়ে মেয়ে বৈশাখীও তার টিফিনের পয়সা বাঁচিয়ে জমানো ৫ হাজার টাকা করোনা মোকাবিলার জন্য দান করল l