জানেন কী : করোনা বিয়ারের ইতিকথা!


জানেন কী : করোনা বিয়ারের ইতিকথা!

সমাচার ওয়েব ডেস্ক ঃ “করোন বিয়ার”? শুনতে কেমন অবাক লাগছে না ! বিশ্বব্যাপী যখন মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে, তখন “করোন বিয়ার” শব্দটা শুনলে একটু হলেও আঁতকে ওঠারই কথা বইকি। তবে না, বিরক্ত হবেন না; ভনিতা ছেড়ে এবার মূল প্রসঙ্গে আসা যাক-

ব্রিটিশ আন্তর্জাতিক ইন্টারনেট ভিত্তিক বাজার গবেষণা এবং ডেটা অ্যানালিটিক্স সংস্থা YouGov-এর মতে এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় বিয়ার। তাঁরা মনে করেন, করোনা; যার নাম সূর্যের করোনার (সৌরমুকুট) থেকে এসেছে। এর সঙ্গে মহামারী করোনা ভাইরাসের কোন সম্পর্ক নেই। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল এটি মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয়-জনপ্রিয় একটি বিয়ার। যেটি গিনেস-এ প্রথম এবং হাইনেকেন-এর হিসাব অনুযায়ী দ্বিতীয়।



জানেন কী : করোনা বিয়ারের ইতিকথা!
PIC. from GOOGLE

“করোন বিয়ার” এর নির্মাতা কনস্টেললেট ব্র্যান্ডস ইনক সম্প্রতি জানিয়ে ছিলেন ভাইরাস করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার সাথে সাম্প্রতিক দিনগুলিতে তাদের ক্ষতি মারাত্মক আকার ধারণ করেছে। শেয়ারগুলি গত কয়েক সপ্তাহে নিউইয়র্কে ৮ শতাংশ কমে গেছে। এই মুহূর্তে YouGov-র তথ্য অনুসারে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্কদের মধ্যে তথাকথিত “করোন বিয়ার”-এর ক্রয় গত দুই বছরের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে।

Post a Comment

Previous Post Next Post